ঢাকা, ০৩ সেপ্টেম্বর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 09:22 AM, 01 September 2025.
Digital Solutions Ltd

জন্মদিনের উপহারকে কেন্দ্র করে দিল্লিতে স্ত্রী-শাশুড়ি খুন

Publish : 09:22 AM, 01 September 2025.
জন্মদিনের উপহারকে কেন্দ্র করে দিল্লিতে স্ত্রী-শাশুড়ি খুন

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের রাজধানী দিল্লিতে জন্মদিনের উপহার নিয়ে শুরু হওয়া পারিবারিক কলহ পরিণত হলো মর্মান্তিক হত্যাকাণ্ডে। স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগে যোগেশ সেহগাল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিনীর সেক্টর-১৭ এলাকায়। পুলিশ জানায়, শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে জরুরি ফোন পান তারা। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, ফ্ল্যাটের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কুসুম সিনহা (৬৩) ও তার মেয়ে প্রিয়া সেহগালের (৩৪) মরদেহ।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রিয়ার স্বামী যোগেশ সেহগালই এই হত্যাকাণ্ড ঘটিয়ে সন্তানদের নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা পোশাক এবং হত্যার অস্ত্র হিসেবে ব্যবহৃত সন্দেহভাজন কাঁচি উদ্ধার করা হয়েছে।

তদন্তে জানা গেছে, ২৮ আগস্ট প্রিয়ার ছেলে চিরাগের জন্মদিন উপলক্ষে উপহার দেওয়া-নেওয়া নিয়ে পরিবারের মধ্যে তর্ক হয়। বিষয়টি মীমাংসা করতে প্রিয়ার মা কুসুম মেয়ের বাসায় থেকে যান। কিন্তু ৩০ আগস্ট দুপুরে প্রিয়ার ভাই মেঘ বাসায় গিয়ে দেখতে পান, দরজা বাইরে থেকে তালাবদ্ধ, আর তাতে রক্তের দাগ। তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে রক্তের স্রোতে ভেসে থাকা মা ও বোনের মরদেহ দেখতে পান তিনি।

পুলিশের ক্রাইম টিম ও ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরা ঘটনাস্থলে তদন্ত শুরু করেছেন। প্রাথমিকভাবে পারিবারিক কলহকেই হত্যার মূল কারণ হিসেবে ধারণা করছে তদন্তকারী সংস্থা।

প্রিয়ার ভাই হিমালয় সাংবাদিকদের বলেন, “আমার মা আগের দিন বোনের বাড়ি গিয়েছিলেন। ফোনে জানিয়েছিলেন, বোন-জামাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে। তিনি সেটা মিটমাট করবেন। কিন্তু পরদিন আর ফেরেননি। বিকেলে গিয়ে দেখি মা ও বোন খুন হয়েছেন। এমনটা অকল্পনীয়, অমানবিক।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত যোগেশকে জিজ্ঞাসাবাদ চলছে। সন্তানদের নিরাপদে উদ্ধারের চেষ্টা চলছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে শিরোনাম উজিরপুরে লাইফ ইনস্যুরেন্সের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শিরোনাম নেছারাবাদে মসজিদ উন্নয়নের বরাদ্দের টাকা ইউপি মেম্বারের পকেটে শিরোনাম নারী নিপীড়নের প্রতিবাদে বরিশাল ববি ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শিরোনাম পটুয়াখালীতে গরু চুরির সময় জনতার হাতে ধরা পড়ল ৫ চোর শিরোনাম মওলানা ভাসানী সেতুতে নিরাপত্তা জোরদার, অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন