ঢাকা, ০৩ সেপ্টেম্বর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 12:11 AM, 31 August 2025.
Digital Solutions Ltd

আবু ওবায়দাকে টার্গেট করে ইসরাইলি বিমান হামলা, নিহত ৭ ফিলিস্তিনি

Publish : 12:11 AM, 31 August 2025.
আবু ওবায়দাকে টার্গেট করে ইসরাইলি বিমান হামলা, নিহত ৭ ফিলিস্তিনি

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

গাজায় নতুন করে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এবার লক্ষ্য করা হয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দাকে।

শনিবার (৩০ আগস্ট) ইসরাইলি সংবাদমাধ্যম কেএএন-এর খবরে বলা হয়, গাজা সিটির পশ্চিমাঞ্চলীয় আল-রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, এই হামলার লক্ষ্য ছিলেন হামাসের মুখপাত্র আবু ওবায়দা, যার প্রকৃত নাম হুদায়ফা সামির আবদুল্লাহ আল-কাহলৌত।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “গাজার ভেতরে হামাসের এক গুরুত্বপূর্ণ সদস্যকে লক্ষ্য করে নির্ভুল গোলাবারুদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান হামলা চালানো হয়েছে।” তবে বিবৃতিতে সরাসরি আবু ওবায়দার নাম উল্লেখ করা হয়নি। এদিকে হিব্রু ভাষার একাধিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, টার্গেট ছিলেন আবু ওবায়দাই।

হামলার পরপরই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হামাস। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে ভবনে হামলা চালানো হয় সেখানে নারী, শিশু ও বাস্তুচ্যুত মানুষ বসবাস করছিল। চিকিৎসা সূত্রে জানা যায়, এই হামলায় অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।

ইসরাইলের চ্যানেল ১৩ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী এই অভিযানে আকাশপথে নজরদারি ও উন্নত গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে।

হামাসের মুখপাত্র আবু ওবায়দা দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ও রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। সর্বদা মুখোশ পরিহিত অবস্থায় বক্তব্য দেন তিনি। তার প্রকৃত অবস্থান বা পরিচয় কারও জানা নেই। ইসরাইল এর আগেও একাধিকবার তাকে টার্গেট করার চেষ্টা করেছে।

শনিবার রাত থেকে গাজা সিটির বিভিন্ন এলাকায় টানা বোমাবর্ষণ করছে ইসরাইলি বাহিনী। শহরটিকে ‘ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় প্রায় ৬৩ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ নারী ও শিশু। আন্তর্জাতিক মহল বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখনো তা কার্যকর হয়নি।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে শিরোনাম উজিরপুরে লাইফ ইনস্যুরেন্সের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শিরোনাম নেছারাবাদে মসজিদ উন্নয়নের বরাদ্দের টাকা ইউপি মেম্বারের পকেটে শিরোনাম নারী নিপীড়নের প্রতিবাদে বরিশাল ববি ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শিরোনাম পটুয়াখালীতে গরু চুরির সময় জনতার হাতে ধরা পড়ল ৫ চোর শিরোনাম মওলানা ভাসানী সেতুতে নিরাপত্তা জোরদার, অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন