ঢাকা, ০৩ সেপ্টেম্বর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 05:18 AM, 31 August 2025.
Digital Solutions Ltd

১০২ বছরে মাউন্ট ফুজি জয়, অসম্ভবকে সম্ভব করলেন কোকিচি আকুজাওয়া

Publish : 05:18 AM, 31 August 2025.
১০২ বছরে মাউন্ট ফুজি জয়, অসম্ভবকে সম্ভব করলেন কোকিচি আকুজাওয়া

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

বয়স কেবল একটি সংখ্যা মাত্র—এ কথার জোরালো প্রমাণ দেখালেন জাপানের ১০২ বছর বয়সী কোকিচি আকুজাওয়া। হৃদযন্ত্র দুর্বল থাকা সত্ত্বেও তিনি জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট ফুজির ৩৭৭৬ মিটার উচ্চতার চূড়ায় আরোহণ করেছেন।

কোকিচি এই অসাধারণ কীর্তিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে। এর আগে ৯৬ বছর বয়সে তিনি মাউন্ট ফুজির শিখরে উঠেছিলেন। ১৯২৩ সালে জন্ম নেওয়া কোকিচি পেশায় গবাদিপশুর খামারি, পাশাপাশি বৃদ্ধাশ্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন এবং ছবি আঁকা শেখান।

এই ফুজি জয় সহজ ছিল না। চলতি বছরের জানুয়ারিতে স্থানীয় পাহাড়ে চড়ার সময় তিনি পড়ে গিয়ে হৃদযন্ত্র বিকল হয়ে হাসপাতালে ভর্তি হন। পরিবারের উদ্বেগের মধ্যেও প্রবল ইচ্ছাশক্তির জোরে দ্রুত সুস্থ হয়ে ওঠেন কোকিচি। তার মেয়ে ইউকিকো (৭৫) জানিয়েছেন, ডাক্তাররাও অবাক হয়ে গিয়েছিলেন দ্রুত সেরে ওঠার গতিতে।

সুস্থ হওয়ার পর কোকিচি প্রতিদিন ভোরে এক ঘণ্টা হাঁটতেন এবং প্রায় প্রতি সপ্তাহে ছোট পাহাড়ে আরোহণ করতেন। অবশেষে তিন দিনে মাউন্ট ফুজি জয় করেন তিনি। পথে দুই রাত কাটিয়েছেন কুঁড়েঘরে। উচ্চতার কারণে কিছু শারীরিক সমস্যা হলেও সহযাত্রীদের সহযোগিতায় পৌঁছে যান শীর্ষে। তার সঙ্গে ছিলেন নাতনি ও ব্যক্তিগত নার্স।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত অনুশীলন, ইতিবাচক মানসিকতা এবং প্রবল ইচ্ছাশক্তি কোকিচিকে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করেছে। কোকিচি আকুজাওয়ার এই কীর্তি প্রমাণ করে, বয়স বা শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা নয়, মনের জোর থাকলেই যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের শোভাযাত্রা ও সমাবেশে নেতাকর্মীর ঢল, মহাসড়কে যানজট শিরোনাম রাজবাড়ীর পদ্মা থেকে ধরা দুই বিশাল ইলিশ বিক্রি ১৬ হাজার টাকায় শিরোনাম ঝালকাঠি সদর হাসপাতালের ৬২ দিন ধরে এম্বুলেন্স সেবা বন্ধ, রোগীদের ভোগান্তি চরমে শিরোনাম শীঘ্রই আসছে কামরুল হাসান সোহাগের কথায় মিউজিক্যাল ফিল্ম: বলবো কাকে দুটো মনের কথা শিরোনাম স্থগিতাদেশ থাকলে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ : ইসি স্পষ্ট করলেন শিরোনাম মুলাদীতে মেয়ের মৃত্যুশোকে বিলাপ করতে করতে মায়ের মৃত্যু