ছবি সংগৃহীত
বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভার্জিনিয়ার বাসিন্দা ব্রেন্ট ক্রিস্টেনসেন মার্কিন পররাষ্ট্র দফতরের সিনিয়র ফরেন সার্ভিসের কাউন্সেলর পদমর্যাদার একজন অভিজ্ঞ কূটনীতিক। সিনেট অনুমোদন দিলে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন।
বর্তমানে ওয়াশিংটনে পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রেন্ট। এর আগে ২০১৯ থেকে তিন বছর তিনি ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের কাউন্সিলর ছিলেন। তাই বাংলাদেশের রাজনীতি ও সমাজব্যবস্থা সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে।
তিনি মনোনীত হলে বিদায়ী রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। হাস গত বছর অবসরে গেলে তার জায়গায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পান ট্রেসি অ্যান জ্যাকবসন।
বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগকে ঘিরে ইতিমধ্যেই ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। মার্কিন কূটনৈতিক বিশ্লেষক জন ডানিলোভিচ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন— “বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালনের জন্য ব্রেন্ট ক্রিস্টেনসেনই সবচেয়ে উপযুক্ত।” তিনি আশা প্রকাশ করেন, মার্কিন সিনেট দ্রুত এ মনোনয়ন অনুমোদন করবে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক বর্তমানে নানা ইস্যুতে আলোচনায় রয়েছে। বিশেষ করে রাজনৈতিক প্রক্রিয়া, মানবাধিকার, শ্রম অধিকার ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন রাষ্ট্রদূতের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News