ঢাকা, ০৩ সেপ্টেম্বর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 12:10 AM, 01 September 2025.
Digital Solutions Ltd

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২৫০, আহত ৫ শতাধিক

Publish : 12:10 AM, 01 September 2025.
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২৫০, আহত ৫ শতাধিক

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের কুনার প্রদেশে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৫০ জনের বেশি নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। এই তথ্য সোমবার (১ সেপ্টেম্বর) তালেবান সরকারের কর্মকর্তারা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১:৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন অনুভূত হয়েছে, যার মাত্রা ৪.৫ থেকে ৫.২ পর্যন্ত।

কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি ও চাপা দারা জেলায় সবচেয়ে বেশি হতাহতের খবর পাওয়া গেছে। প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, দূরবর্তী এলাকার সঙ্গে যোগাযোগ এখনও সীমিত, তাই হতাহতের সংখ্যা চূড়ান্ত নয়।

ভূমিধসের কারণে সাওকি জেলার দেওয়া গুল ও নূর গুল জেলার মাজার দারা যাওয়ার সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজে সমস্যা তৈরি হচ্ছে। আফগানিস্তানের কেন্দ্রীয় প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন, এবং আশপাশের প্রদেশ থেকে কেন্দ্রীয় উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান কর্মকর্তা, কারণ দুর্গম পাহাড়ি অঞ্চলে উদ্ধার অভিযানে হেলিকপ্টারের সাহায্য ছাড়া কার্যক্রমে সীমাবদ্ধতা রয়েছে। কুনার প্রদেশের পুলিশ প্রধানও জানিয়েছেন, ভূমিধস ও বন্যার কারণে সড়ক বন্ধ থাকায় আপাতত শুধুমাত্র আকাশপথে উদ্ধার সম্ভব। আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার চেষ্টা চলছে।

এতে মানুষের জীবন রক্ষার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক ত্রাণকর্মীরা ক্ষতিগ্রস্ত অঞ্চলে পৌঁছে জরুরি সহায়তা প্রদান করছেন।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে শিরোনাম উজিরপুরে লাইফ ইনস্যুরেন্সের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শিরোনাম নেছারাবাদে মসজিদ উন্নয়নের বরাদ্দের টাকা ইউপি মেম্বারের পকেটে শিরোনাম নারী নিপীড়নের প্রতিবাদে বরিশাল ববি ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শিরোনাম পটুয়াখালীতে গরু চুরির সময় জনতার হাতে ধরা পড়ল ৫ চোর শিরোনাম মওলানা ভাসানী সেতুতে নিরাপত্তা জোরদার, অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন