ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কনস্যুলেট ভবনে অবস্থান করছেন— এমন সন্দেহে এ হামলা চালানো হয়।
মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সিনিয়র সচিব পদমর্যাদার কূটনীতিক মুশফিকুল ফজল আনসারী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি এক লিখিত বিবৃতিতে বলেন— “নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতকারীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রে আমাদের সহকর্মীরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমি বিশ্বাস করি। বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব।”
যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে মুশফিকুল ফজল আনসারী বলেন, “বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বৃহৎ অংশীদার যুক্তরাষ্ট্রের মাটিতে পতিত স্বৈরশাসকের সমর্থকদের এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে কনস্যুলেটে ভাঙচুরের দৃশ্য দেখা গেছে। তবে হামলার সময় কনস্যুলেটে উপদেষ্টা মাহফুজ আলমকে পাওয়া যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News