ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 12:37 AM, 25 August 2025.
Digital Solutions Ltd

জেলেনস্কি: ইউক্রেনকে আর কখনো আপসে বাধ্য করা যাবে না

Publish : 12:37 AM, 25 August 2025.
জেলেনস্কি: ইউক্রেনকে আর কখনো আপসে বাধ্য করা যাবে না

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ আর কখনোই কোনো চাপ বা আপসের মুখে পড়বে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক উদ্যোগ চলার মধ্যেই জেলেনস্কি এ মন্তব্য করেন।

রোববার (২৪ আগস্ট) ইউক্রেনের স্বাধীনতা দিবসে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, “ইতিহাসে আর কখনোই ইউক্রেনকে সেই লজ্জা সহ্য করতে হবে না, যেটাকে রাশিয়ানরা ‘আপস’ বলে ডাকে। আমাদের প্রয়োজন ন্যায্য শান্তি। আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই নির্ধারণ করব। বিশ্ব তা জানে এবং সম্মানও করে।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ স্বীকার করছে, কিয়েভ এখনো পুরোপুরি জয়ী হয়নি, তবে রাশিয়ার দাবি অনুযায়ী ইউক্রেন কোনোভাবেই পরাজিতও হয়নি।

জেলেনস্কি যোগ করেন, “ইউক্রেন তার স্বাধীনতা নিশ্চিত করেছে। আমরা কোনো ভুক্তভোগী নয়, বরং যোদ্ধা। ইউক্রেন ভিক্ষা চায় না, বরং প্রস্তাব দেয়। আমরা টেকসই, নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী শান্তি অর্জন করব, কারণ আমরা শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা পাচ্ছি।”

তিনি আরও বলেন, “এটি শুধু আমাদের লক্ষ্য নয়—এটি আমাদের সন্তান-নাতি-নাতনিদের জন্য রেখে যাওয়া উত্তরাধিকার: শক্তিশালী ইউক্রেন, সমান মর্যাদার ইউক্রেন, ইউরোপীয় ইউক্রেন, স্বাধীন ইউক্রেন।”

আন্তর্জাতিক প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর প্রচেষ্টা চালাচ্ছেন। ১৫ আগস্ট আলাস্কায় ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে গেছে। পরে হোয়াইট হাউসে ওভাল অফিসে ট্রাম্প, জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের মধ্যে বৈঠকও অনুষ্ঠিত হয়।

একই দিনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কিয়েভে পৌঁছান স্বাধীনতা দিবস উদযাপনে যোগ দিতে। তিনি বলেন, “ইউক্রেনের স্বাধীনতা দিবসে এবং তাদের ইতিহাসের এই সংকটময় মুহূর্তে কানাডা ইউক্রেনের প্রতি সহায়তা ও ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তির প্রচেষ্টা আরও জোরদার করছে।”

পরে এক ভিডিও বার্তায় কার্নি যোগ করেন, “আপনারা যখন সার্বভৌমত্ব রক্ষার লড়াই করছেন এবং আপনার স্বপ্ন পূরণের পথে এগোচ্ছেন, কানাডা প্রতিটি পদক্ষেপে আপনাদের পাশে আছে।”

এভাবেই জেলেনস্কি ও পশ্চিমা দেশের সমর্থন প্রকাশ করে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা ও স্থায়ী শান্তির প্রতি অটল প্রতিশ্রুতি জানান।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় নয়: সারজিস আলমের কড়া হুঁশিয়ারি শিরোনাম ঘুষকাণ্ডে জড়িত পটুয়াখালীর পিপি মো. রুহুল আমিনের নিয়োগ বাতিল শিরোনাম প্রশাসনের কড়া অবস্থানে ভোলাগঞ্জে লুণ্ঠিত পাথর ফেরত দেওয়া শুরু শিরোনাম বরিশাল নার্সিং কলেজে ক্লাস বর্জন: শিক্ষার্থীদের আন্দোলন শুরু শিরোনাম বিয়েবাড়িতে চাঞ্চল্যকর ঘটনা: বর রাসেল আটক, ১৫ লাখ টাকা জরিমানা আদায় শিরোনাম উপদেষ্টা আসিফের নামে ভাইরাল ছবি ভুয়া এআই প্রযুক্তিতে তৈরি