ছবি সংগৃহীত
গত বৃহস্পতিবার ভারতের তামিলনাড়ুর মাদুরাই জেলায় অনুষ্ঠিত একটি বিশাল সমাবেশে লাখো ভক্ত ও সমর্থকের উচ্ছ্বাসে মঞ্চে ওঠেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। সিনেমার নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয় জয় করা বিজয় এবার রাজনীতির মঞ্চে নিজের সাহসী অবস্থান দেখান।
এটি ছিল দক্ষিণ ভারতের প্রভাবশালী রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) আয়োজিত মহাসমাবেশ। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বিজয় সরাসরি দেশের ক্ষমতাসীন দল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে হুংকার ছুড়ে দেন। তিনি বলেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।”
দক্ষিণ ভারতের স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিজয়ের ভাষণের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কপালে ও হাতে কমলা-হলুদের ওড়না বেঁধে বিজয় মানুষের সঙ্গে অভিবাদন বিনিময় করছেন। লাখো জনতার উচ্ছ্বাসে পুরো সমাবেশস্থল মুখর হয়ে ওঠে।
বাংলাদেশের ভক্তরাও এই সাহসী অবস্থানকে স্বাগত জানিয়েছেন। নেটিজেনরা মন্তব্য করছেন, “সিনেমার নায়ক থেকে তিনি এখন বাস্তবের নায়ক। জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।”
কিন্তু প্রশ্ন উঠেছে, পর্দার নায়ক হঠাৎ রাজনীতিতে এত সক্রিয় কেন? আসলে ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই থালাপতি বিজয় রাজনীতিতে নাম লেখান। তিনি গড়েন নিজস্ব দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। দল ঘোষণার আট মাস পর ২০২৪ সালের অক্টোবর মাসে প্রথম জনসভায় অংশ নেন তিনি। মাত্র ৯ মাসের মধ্যে টিভিকে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে।
তিনি ঘোষণা করেছেন, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে মাদুরাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। চেন্নাইয়ে জন্ম নেওয়া যোসেফ বিজয় চন্দ্রশেখরকে ভক্তরা ভালোবেসে ডাকেন থালাপতি অর্থাৎ সেনাপতি। একের পর এক হিট ছবির মাধ্যমে কোটি দর্শকের মন জয় করার পর মোটা অঙ্কের পারিশ্রমিক ও ঝলমলে ক্যারিয়ারকে পাশে সরিয়ে তিনি রাজনীতির মাঠে নামেন।
বিজয়ের লক্ষ্য একটাই—২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয় এবং জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করা। কারণ এই নায়ক মনে করেন, রাজনীতি কোনো পেশা নয়, রাজনীতি হলো জনসেবা। সমাবেশে তার সাহসী বক্তব্য ও দৃঢ় অবস্থান থালাপতি বিজয়কে সিনেমার পর্দার নায়ক থেকে জনগণের রাজনীতির নায়কের মর্যাদা দিয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News