ছবি সংগৃহীত
সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দেখা যায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক নারীর সঙ্গে হোটেল রুমে আছেন।
তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে, ভাইরাল ছবিটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।
রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল ছবিটি তৈরিতে আসিফ মাহমুদ এবং রিদিতা নামের নারীর পৃথক দুটি ছবি ব্যবহার করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, ছবির হোটেল রুম অস্বাভাবিকভাবে নিখুঁত, মানুষের মুখের প্রাকৃতিক দাগ বা সূক্ষ্ম ভাঁজ নেই। এছাড়া মেয়েটির গালে হাত রাখার ভঙ্গিও অস্বাভাবিক, যা সাধারণভাবে সম্ভব নয়।
আসিফ মাহমুদের ছবি গুগলে অনুসন্ধান করে দেখা গেছে, তার পরা পাঞ্জাবি ও ডিজাইন ভাইরাল ছবির সঙ্গে মিলে যাচ্ছে। ছবিতে উপস্থিত নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে রিদনি ইসলাম রিদিতা হিসেবে। তার ফেসবুক প্রোফাইল পিকচারের সঙ্গে তুলনা করলে দেখা যায়, চুল বাঁধার ধরন, হাতে থাকা মেহেদি ও কানের দুল এবং হাতে থাকা ফুলের মিল লক্ষ্য করা গেছে। তবে কিছু অসঙ্গতি রয়েছে, যেমন আলোচিত ছবিতে ফুল ও কানের দুল বিকৃত বা অসম্পূর্ণ দেখা যাচ্ছে।
রিউমর স্ক্যানারের বিশ্লেষণে দেখা গেছে, সব প্রমাণ থেকে বোঝা যায়, ছবিটি আসিফ মাহমুদ ও রিদিতার পৃথক ছবি ব্যবহার করে এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। হাইভ মডারেশন টুলে পরীক্ষা করার পর নিশ্চিত হয়েছে, ছবিটি এআই দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।
ফলে, ভাইরাল হোটেল রুমের ছবি আসল নয়। এটি সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা জানান, এ ধরনের এআই জাল ছবি মানুষকে ভুল তথ্য বিশ্বাস করাতে ব্যবহার করা হয় এবং সচেতন হওয়ার প্রয়োজন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News