ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 12:33 AM, 25 August 2025.
Digital Solutions Ltd

বিসিবি নির্বাচনের বিষয়ে যা বললেন সভাপতি আমিনুল বুলবুল

Publish : 12:33 AM, 25 August 2025.
বিসিবি নির্বাচনের বিষয়ে যা বললেন সভাপতি আমিনুল বুলবুল

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

গত মে মাসের শেষের দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেয়ার সময় তিনি জানিয়েছিলেন, তার কাজের মেয়াদ স্বল্প এবং দায়িত্বগ্রহণের পরিমাণ সীমিত। বর্তমানে বিসিবি পরিচালনা পর্ষদের মেয়াদ অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হওয়ার কথা। তবে বুলবুলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জল্পনা রয়েছে।

রোববার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বুলবুল বলেন, “আমি তো বলেছি আমি কখনো নির্বাচন করব না। আমি কীভাবে নির্বাচন করব? নির্বাচন করতে যে রসদগুলো লাগে সেটা আমার নেই।”

বুলবুল আরও বলেন, “আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছি। তারা যদি আমাকে কন্টিনিউ করতে বলে, থাকব, চেষ্টা করব।” পাশাপাশি তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের প্রসঙ্গে জানান, “বিভ্রান্তি আছে অনেক। টি-টোয়েন্টি ক্রিকেট তো ১২০ বলে খেলতে হয়, সেটাতো দুই ওভারে শেষ হয় না। সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করবে।”

বিসিবি সভাপতি নতুন অ্যাডহক কমিটি গঠন নিয়ে গুঞ্জন প্রসঙ্গে জানান, “ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রধান লক্ষ্য হলো ক্রিকেট চালানো। নির্বাচন চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। সময় যেহেতু এসেছে, তাই নির্বাচন ঠিক সময়েই হবে।”

তিনি আরও বলেন, “যারা পূর্ণ সদস্য তাদের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সংবাদ হয় না। আমরা সিরিয়াসলি নেই। বর্তমানে যারা বোর্ডের পরিচালনা পর্ষদে আছি, আমাদের ফোকাস ক্রিকেট। অবশ্যই নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় নির্বাচন কমিশন ও আনুসঙ্গিক কাজের তথ্য দ্রুত জানানো হবে।”

বুলবুলের মন্তব্য স্পষ্ট করে দেয়, তার লক্ষ্য নির্বাচনের প্রস্তুতি নয়, বরং দেশের ক্রিকেটকে সচল রাখা। বোর্ডের কার্যক্রম এবং ক্রিকেট আয়োজন যেন নিরবচ্ছিন্ন থাকে, সেটিই তার প্রাথমিক অগ্রাধিকার।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় নয়: সারজিস আলমের কড়া হুঁশিয়ারি শিরোনাম ঘুষকাণ্ডে জড়িত পটুয়াখালীর পিপি মো. রুহুল আমিনের নিয়োগ বাতিল শিরোনাম প্রশাসনের কড়া অবস্থানে ভোলাগঞ্জে লুণ্ঠিত পাথর ফেরত দেওয়া শুরু শিরোনাম বরিশাল নার্সিং কলেজে ক্লাস বর্জন: শিক্ষার্থীদের আন্দোলন শুরু শিরোনাম বিয়েবাড়িতে চাঞ্চল্যকর ঘটনা: বর রাসেল আটক, ১৫ লাখ টাকা জরিমানা আদায় শিরোনাম উপদেষ্টা আসিফের নামে ভাইরাল ছবি ভুয়া এআই প্রযুক্তিতে তৈরি