ছবি সংগৃহীত
কুমিল্লার লালমাইয়ে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সাজসজ্জা-হলুদের অনুষ্ঠান শেষ হওয়ার পর কনের বাড়ির গেটে বরকে ফুল-মিষ্টি দিয়ে বরণ করার মুহূর্তে ছড়ানো হয় বোমা ফাটানোর অভিযোগ। স্থানীয়দের দাবি, বর শেখ রাসেল আগে থেকেই বিবাহিত ছিলেন।
এই অভিযোগের পর কনের পরিবার বর ও তার স্বজনদের পাশের একটি ঘরে আটক করে শারীরিক নির্যাতন চালায়। পরে বরপক্ষ থেকে নগদ টাকা, চেক, সোনা ও মোবাইলফোনসহ মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ঘটনাটি শুক্রবার (২২ আগস্ট) বিকেলে লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ছোট বিজরা গ্রামে ঘটে। শনিবার (২৩ আগস্ট) রাত থেকে ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের ছোট হাড়গিলা গ্রামের কাতারপ্রবাসী শেখ রাসেল (২৬) ও ছোট বিজরা গ্রামের মাদরাসা ছাত্রী ফারহানা আক্তার মুন্নীর (১৫) বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। সব আয়োজন শেষ হলেও কনের বাড়িতে গেটের সময় বর আগে বিবাহিত থাকার অভিযোগ সামনে আসে।
কনের দাদা আলী আক্কাস বলেন, “আমার নাতিন দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। প্রবাসী ও সচ্ছল ছেলে দেখে বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু গেটে আসার পর জানতে পারি বর আগে বিয়ে করেছে। তখন তাকে ঘরে আটকে স্থানীয় নেতাদের উপস্থিতিতে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।”
বর শেখ রাসেল অভিযোগ করেন, “আমি কাতারে ৮ বছর ধরে ব্যবসা করি। আগেও একবার প্রতারণার শিকার হয়েছিলাম। এবারও আমাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে চাঁদাবাজির মতো টাকা আদায় করা হয়েছে।”
রাসেলের ছোট ভাই মাহদী হাসান হৃদয় জানান, নগদ ২ লাখ টাকা দেওয়ার পর তাদের কাছ থেকে ৮ লাখ ও ৫ লাখ টাকার দুটি চেক নেওয়া হয়। এছাড়া কনের জন্য কেনা প্রায় ৪ ভরি সোনা, ট্রলি ভর্তি পোশাক-সাজসজ্জা, একটি আইফোন ও একটি অ্যান্ড্রয়েড ফোনও রাখা হয়। ৫০ টাকার মূল্যের পাঁচটি খালি স্ট্যাম্পেও তাদের স্বাক্ষর নেওয়া হয়।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। স্থানীয়রা জানায়, বিষয়টি মীমাংসা হয়েছে। পরে বর ও তার স্বজনদের নিরাপদে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।”
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় স্থানীয় ও বাহ্যিক পর্যবেক্ষকরা সতর্ক হয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, পারিবারিক কলহ ও অভিযোগজনিত ঘটনা দ্রুত মীমাংসার মাধ্যমে সমাধান করা গুরুত্বপূর্ণ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News