ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 05:58 AM, 25 August 2025.
Digital Solutions Ltd

তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারকে ‘ভুয়া মামলা’ বললেন রাশেদ খান

Publish : 05:58 AM, 25 August 2025.
তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারকে ‘ভুয়া মামলা’ বললেন রাশেদ খান

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার ও রিমান্ডকে ‘ভুয়া মামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টা ১৫ মিনিটে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, “তৌহিদ আফ্রিদিকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা নিছক একটি ভুয়া মামলা। ভুয়া মামলায় কাউকে গ্রেপ্তার করা আইনের শাসন প্রতিষ্ঠার অন্তরায়।”

তিনি আরও বলেন, “তেলবাজির কারণে বা দুর্নীতির অভিযোগে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা যেতো। কিন্তু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করার কোনো যৌক্তিকতা নেই। আমি কখনোই এদের সমর্থন করিনি। বরং সবসময় বলেছি, তেলবাজরা তরুণদের আইডল হতে পারে না। তবে যার বিরুদ্ধে যতটুকু অভিযোগ, তাকে তার ভিত্তিতেই শাস্তি দিতে হবে।”

রাশেদ খাঁন অভিযোগ করেন, “আওয়ামী লীগের পদধারী ডামি এমপি-মন্ত্রীরা বড় অপরাধী হয়েও এখনো গ্রেপ্তার হয়নি। তারা দুর্নীতি, সন্ত্রাস ও ক্ষমতার অপব্যবহারে জড়িত থেকেও অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নিরাপত্তা ও জামিন সুবিধা পাচ্ছে। অথচ তৌহিদ আফ্রিদিকে হত্যা মামলার মতো ভুয়া অভিযোগে গ্রেপ্তার করা হলো।”

তিনি জানান, এ ধরনের পক্ষপাতমূলক পদক্ষেপ আইনের শাসনের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। গণঅভ্যুত্থানের পর থেকে সরকারের নানা কর্মযজ্ঞ নিয়ে সমালোচনা করায় তিনি নিজেও বিরাগভাজন হয়েছেন। তবে বর্তমান সময়ে যারা আগে তার সমালোচনা করতেন, তারাই এখন সরকারবিরোধী অবস্থান নিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল থেকে সিআইডি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। এর আগে গত ১৭ আগস্ট গুলশান থেকে গ্রেপ্তার হন তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে আম্বিয়া-হাবিব সংস্থার আয়োজনে সাংবাদিক কন্যার রোগমুক্তি কামনা শিরোনাম রাজাপুরে জমিতে রান্নাঘর নির্মাণে বাধা, বৃদ্ধ রাজমিস্ত্রির গাছ কাটা অভিযোগ শিরোনাম ভিকারুননিসায় হিজাব পরায় শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করার অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে শিরোনাম ফজলুর রহমানের অভিযোগ: জামায়াতে আমার নাম দিয়েছে ‘ফজু পাগলা’ শিরোনাম ভোলা নদী ভাঙন রোধে সিসি ব্লক দাবিতে পাউবোর কার্যালয় ঘেরাও শিরোনাম সুনামগঞ্জে কম দামে পেঁয়াজের দেয়ার কথা বলে কোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র