ছবি সংগৃহীত
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে জমিতে রান্নাঘর নির্মাণ করতে গিয়ে প্রতিপক্ষের বাধার শিকার হয়েছেন বৃদ্ধ রাজমিস্ত্রী আমজাদ হোসেন (৬৫)। তিনি অভিযোগ করেছেন, তার ক্রয়কৃত জমিতে নির্মাণ কাজ চলাকালীন প্রতিপক্ষ তার ওপর অযথা বাধা প্রদান করে এবং ক্ষিপ্ত হয়ে জমির ৭টি আমগাছ, ৭টি কাঠালগাছ ও কাফুলাসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কেটে ফেলে।
আমজাদ হোসেন জানান, “আমি নিজের বসবাসের জন্য জমি ক্রয় করেছি। প্রতিপক্ষরা আমার সীমানা বেড়া ভেঙে ফেলেছে, আমাকে ঘরে আটকে রেখে আগুন দেওয়ার হুমকি দিয়েছে। এ কারণে আমি ও আমার পরিবার ভয়-ভীতির মধ্যে দিন কাটাচ্ছি।”
স্থানীয়রা জানান, সমস্যা মূলত জমির সীমানা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে। ভুক্তভোগী পরিবার আশা করছে, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত হস্তক্ষেপ করে তাদের ক্ষতি প্রতিরোধ করবেন।
এ বিষয়ে রাজাপুর থানা পুলিশ জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News