ছবি সংগৃহীত
ভোলা সদর উপজেলার শিবপুর ও দৌলতখানের মেদুয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা তাদের ভিটেমাটি রক্ষার দাবিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভোলা কার্যালয় ঘেরাও ও সড়ক অবরোধ করেছেন। তারা সিসি ব্লক স্থাপনের মাধ্যমে নদী ভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে জেলা শহরের যুগীরঘোল এলাকায় অবস্থিত ভোলা পানি উন্নয়ন বোর্ড-১ এর কার্যালয়ের সামনে নানা প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল শুরু হয়। কয়েকশ’ মানুষ একত্রিত হয়ে ঘেরাও ও সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান।
পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আন্দোলনকারীদের কাছে স্মারকলিপি গ্রহণের একপর্যায়ে নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক নদী ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ আশ্বাসের পর আন্দোলন স্থগিত করা হয়।
স্থানীয়দের অভিযোগ, “আমরা দীর্ঘদিন ধরে মেঘনা নদীর ভাঙনের কবলে। প্রতি বর্ষায় আমাদের কৃষিজমি, ভিটেমাটি, রাস্তা, মসজিদ ও মাদরাসা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পাউবো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, তাই বাধ্য হয়ে আজ ঘেরাও ও সড়ক অবরোধ করেছি।”
প্রতিবাদকারীরা বলেন, সিসি ব্লক স্থাপনসহ টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় ধ্বংসাত্মক ক্ষতি হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News