ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 01:49 AM, 25 August 2025.
Digital Solutions Ltd

বরিশাল নার্সিং কলেজে ক্লাস বর্জন: শিক্ষার্থীদের আন্দোলন শুরু

Publish : 01:49 AM, 25 August 2025.
বরিশাল নার্সিং কলেজে ক্লাস বর্জন: শিক্ষার্থীদের আন্দোলন শুরু

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা পুনরায় ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছেন। চার মাস আগে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করেছেন।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থী শাকিল বলেন, “নার্সিং কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম। ৬ মে আমাদের আন্দোলনে বহিরাগতদের মাধ্যমে হামলা চালানো হয়। হামলাকারী ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আজ আমরা ক্লাস বর্জন, ক্লিনিক্যাল প্র্যাক্টিস ও ল্যাব প্র্যাক্টিস বন্ধ করেছি।”

আরেক শিক্ষার্থী শামীম হোসেন বলেন, “ঘটনার চার মাস হয়ে গেলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের লাঞ্ছিত করা শিক্ষকদের অনতিবিলম্বে বদলি বা অপসারণ করতে হবে, নয়তো আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে।”

স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বরিশাল নার্সিং কলেজের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বলেন, “আমাদের ওপর হামলায় মদত দিয়েছেন শিক্ষক আলী আসগর, সাইব হোসাইন রনি ও ফরিদা বেগম। তারা এখনও স্বপদে বহাল আছেন। তাদের অপসারণ করা না হলে আন্দোলন চলমান থাকবে। আজ আমরা ক্লাস বর্জন করেছি এবং অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান করব।”

শিক্ষার্থীরা স্পষ্ট করে বলেছেন, যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় হবে না, ততদিন আন্দোলন চলবে। শিক্ষার্থীদের এই আন্দোলন বরিশাল নার্সিং কলেজে নিরাপদ শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণের পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জোরদার করছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ফজলুর রহমানের অভিযোগ: জামায়াতে আমার নাম দিয়েছে ‘ফজু পাগলা’ শিরোনাম ভোলা নদী ভাঙন রোধে সিসি ব্লক দাবিতে পাউবোর কার্যালয় ঘেরাও শিরোনাম সুনামগঞ্জে কম দামে পেঁয়াজের দেয়ার কথা বলে কোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র শিরোনাম নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা শিরোনাম তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারকে ‘ভুয়া মামলা’ বললেন রাশেদ খান শিরোনাম হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি পাঁচ দিনের রিমান্ডে