ছবি সংগৃহীত
খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শোভনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা-মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। এছাড়া আরও দুজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকর্মী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহত দুইজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সড়কে সাময়িক যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
সড়ক দুর্ঘটনার এ ধারাবাহিকতায় আবারও প্রশ্ন উঠেছে—অবাধ গতির ট্রাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ কোথায়? নিরাপদ সড়ক আন্দোলনের দাবি শুধু আন্দোলনেই আটকে থাকছে নাকি বাস্তবায়নের কোনো ব্যবস্থা হচ্ছে না—তা নিয়েও সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News