ছবি সংগৃহীত
পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে মারধর করে তার কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার চাঁদড়া গ্রামে। ভুক্তভোগী গৃহবধূর নাম ছবি দেবনাথ। তার অভিযোগ— স্বামী টিঙ্কু দেবনাথ দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িত। এ নিয়ে প্রতিবাদ করায় রবিবার রাতে স্বামী প্রথমে তাকে মারধর করে, পরে কান টেনে ছিঁড়ে দেয়।
স্থানীয়রা জানান, ছবির আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সোমবার কানে ব্যান্ডেজ বেঁধে থানায় গিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
ছবি দেবনাথ জানান, স্বামী পেশায় পরিযায়ী শ্রমিক। সম্প্রতি তিনি বাড়ি ফেরার পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ বেড়ে যায়। অভিযোগ রয়েছে, প্রতিবেশী এক নারীর সঙ্গে টিঙ্কুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে কথা বললেই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এ ঘটনায় শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত টিঙ্কু দেবনাথ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
গ্রামে এ ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, পারিবারিক বিরোধ থেকে নৃশংসতায় গড়ানো ঘটনা সমাজের জন্য এক অশনি সংকেত।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News