ছবি সংগৃহীত
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, ইউক্রেনকে ডনবাস অঞ্চল ছাড়ার জন্য চাপ দেওয়া ঠিক সেই মতো, যেমন যুক্তরাষ্ট্রকে ফ্লোরিডা ছাড়তে বলার সমান।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিবিসি জানায়, গণমাধ্যমের সঙ্গে আলাপে মের্জ বলেন, “নিরাপত্তা নিশ্চয়তার ক্ষেত্রে ইউরোপের সব দেশের অংশগ্রহণ থাকা আবশ্যক। এ বিষয়ে একেবারেই পরিষ্কার—সমগ্র ইউরোপকে অংশ নিতে হবে।” তিনি ইউক্রেন ও মস্কোর আলোচনার কৌশলকেও সমালোচনা করেন।
মের্জের মতে, রাশিয়া চাচ্ছে কিয়েভ ডনবাসের অবশিষ্ট অংশ ছেড়ে দিক। তিনি বলেন, “এ দাবির তুলনা করলে তা হবে যুক্তরাষ্ট্রকে ফ্লোরিডা ছাড়তে বলার মতো।”
এদিকে, ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের প্রসঙ্গে মের্জ বলেন, এটি ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তবে তিনি সন্দেহ প্রকাশ করেন যে জেলেনস্কি উপস্থিত থাকলে পুতিন আসার সাহস দেখাতেন কি না।
মের্জ ট্রাম্পের ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা স্বাগত জানান এবং বলেন, “আলোচনার প্রত্যাশা শুধু পূরণ হয়নি, বরং অতিক্রম করেছে।” তিনি জোর দেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ইউরোপের অংশগ্রহণ অপরিহার্য।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তি করতে উভয় পক্ষকে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News