ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই। অগ্ন্যাশয়ের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে বুধবার (২০ আগস্ট) ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবরটি জানানো হয় তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।
‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে খ্যাত ক্যাপ্রিওর মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইনস্টাগ্রাম পোস্টে জানানো হয়—বিচারক ক্যাপ্রিও শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন। তিনি তার দয়া, নম্রতা ও মানুষের প্রতি আন্তরিক ভালোবাসার জন্য সর্বমহলে জনপ্রিয় ছিলেন। আদালত কক্ষ হোক বা ব্যক্তিগত জীবন—তার কর্মকাণ্ড লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।
পোস্টে আরও বলা হয়, তিনি কেবল একজন বিচারক হিসেবেই নয়, বরং নিবেদিতপ্রাণ স্বামী, বাবা, দাদা, প্রপিতামহ এবং সত্যিকারের বন্ধু হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তার কাজ ও মানবিক দৃষ্টিভঙ্গিই হবে তার প্রকৃত উত্তরাধিকার।
১৯৩৬ সালের ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরে জন্মগ্রহণ করেন ক্যাপ্রিও। ১৯৮৫ সালে তিনি পৌর আদালতের বিচারক হিসেবে দায়িত্ব নেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিচারক হিসেবে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সারা বিশ্বে অনুকরণীয় হয়ে উঠেছে।
২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ‘কট ইন প্রভিডেন্স’ নামের টেলিভিশন শো তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক খ্যাতি এনে দেয়। অনুষ্ঠানটি এমি অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছিল। আদালতের ভেতর মানুষের প্রতি তার সহমর্মী ও হৃদয়গ্রাহী সিদ্ধান্তগুলো তাকে করে তুলেছিল এক ভিন্নমাত্রার বিচারক।
২০২৩ সালের ডিসেম্বর মাসে তার অগ্ন্যাশয়ের ক্যান্সার ধরা পড়ে। অসুস্থতার কথা ভক্তদের জানিয়ে তিনি দোয়া কামনা করেছিলেন। মৃত্যুর একদিন আগেও নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সকলের কাছে প্রার্থনার অনুরোধ করেছিলেন তিনি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News