ঢাকা, ০৩ সেপ্টেম্বর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 12:47 AM, 30 August 2025.
Digital Solutions Ltd

ট্রাম্পের চাপের মাঝেই মোদির সঙ্গে পুতিনের বৈঠক

Publish : 12:47 AM, 30 August 2025.
ট্রাম্পের চাপের মাঝেই মোদির সঙ্গে পুতিনের  বৈঠক

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

রপ্তানি শুল্ককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র ইউরি উশাকভ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিয়ানজিনে আগামী ৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে রাশিয়া-চীন নেতৃত্বাধীন অর্থনৈতিক ও আন্তঃসরকার জোট শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন। সম্মেলন শেষ হবে ১ সেপ্টেম্বর। এসসিও সম্মেলনের পর একই স্থানে অনুষ্ঠিত হবে পুতিন-মোদি বৈঠক।

উশাকভ ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, “ভারতের সঙ্গে আমাদের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। এছাড়া, আগামী ডিসেম্বরে পুতিন ভারতের সফরে আসবেন। সেই সফরের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলোতে আলোচনা হবে।”

প্রসঙ্গত, মে মাসে পাকিস্তান-ভারত সংঘাত নিয়ন্ত্রণে ভারতের ভূমিকা না নেওয়া ও রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়কে কেন্দ্র করে আগস্টের শুরুর দিকে ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের মোট রপ্তানি শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে।

নতুন শুল্ক আরোপের পর নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। শুল্ক প্রত্যাহার বা আলোচনার জন্য ভারতের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অনুরোধ করা হয়নি।

উল্লেখ্য, এই শুল্ক কার্যকর হওয়ার আগে একদিনে চারবার মোদিকে ফোন করেছিলেন ট্রাম্প। কিন্তু মোদি তার ফোন ধরেননি।

ভারতের জন্য এখন মূল চ্যালেঞ্জ হলো বৈশ্বিক বাণিজ্য চাপের মধ্যে পুতিনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখে নতুন দ্বিপাক্ষিক আলোচনা চালানো। পুতিন-মোদি বৈঠককে দুই দেশের বিশেষ অংশীদারিত্বের মজবুত ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের শোভাযাত্রা ও সমাবেশে নেতাকর্মীর ঢল, মহাসড়কে যানজট শিরোনাম রাজবাড়ীর পদ্মা থেকে ধরা দুই বিশাল ইলিশ বিক্রি ১৬ হাজার টাকায় শিরোনাম ঝালকাঠি সদর হাসপাতালের ৬২ দিন ধরে এম্বুলেন্স সেবা বন্ধ, রোগীদের ভোগান্তি চরমে শিরোনাম শীঘ্রই আসছে কামরুল হাসান সোহাগের কথায় মিউজিক্যাল ফিল্ম: বলবো কাকে দুটো মনের কথা শিরোনাম স্থগিতাদেশ থাকলে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ : ইসি স্পষ্ট করলেন শিরোনাম মুলাদীতে মেয়ের মৃত্যুশোকে বিলাপ করতে করতে মায়ের মৃত্যু