ছবি সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছেন। শুল্ক আরোপের ফলে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ বাস্তবায়নে চ্যালেঞ্জ বেড়েছে।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই বার্তা দিয়েছেন, যে পরিস্থিতিতেও দেশকে আত্মনির্ভর হতে হবে। স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে মোদি ব্যবসায়ীদের উৎসাহ দিয়ে বলেন, “ভারতে তৈরি করো, ভারতে খরচ করো। আমাদের আত্মনির্ভর হতে হবে—হতাশা থেকে নয়, গর্ব থেকে।”
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক রপ্তানি নির্ভর খাতগুলো—পোশাক, হীরা, চিংড়িসহ—ক্ষতিগ্রস্ত করবে। এই ধাক্কার মধ্যে মোদি জোর দিচ্ছেন কর ব্যবস্থার সংস্কারে। বাজেটে ঘোষিত ১২ বিলিয়ন ডলারের আয়কর ছাড়ের পাশাপাশি এবার জিএসটি সরলীকরণ ও হ্রাসের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক জেফরিজ বিশ্লেষণে বলা হয়েছে, কর ছাড়ের সঙ্গে মিলিয়ে ভোক্তা খাতে ২০ বিলিয়ন ডলারের প্রবাহ তৈরি হবে। ভারতের অর্থনীতির ৬০ শতাংশ আসে ভোক্তা ব্যয় থেকে। যদিও শহরে চাকরি ছাঁটাই ও মজুরি কমার কারণে খরচ কমেছে, কর ছাড় এটিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।
মরগান স্ট্যানলির মতে, এই পদক্ষেপ জিডিপি বাড়াবে ও মুদ্রাস্ফীতি কমাবে। বিশেষভাবে মোটরসাইকেল, ছোট গাড়ি, পোশাক ও সিমেন্ট খাতগুলো উপকৃত হবে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার কমাতে উৎসাহিত করবে, যা ঋণপ্রবাহ বাড়াবে।
শেয়ারবাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। ১৮ বছর পর এসঅ্যান্ডপি গ্লোবাল ভারতের ঋণমান উন্নীত করেছে, যা বিদেশি বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে। তবে অর্থনীতির প্রবৃদ্ধি গত কয়েক বছরের ৮ শতাংশ হার থেকে কমেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্কও সংকটে, বিশেষত রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ৫০ শতাংশ শুল্ক বিশ্বের বৃহত্তম ও দ্রুতবর্ধনশীল অর্থনীতির মধ্যে বাণিজ্যে এক ধরনের ‘নিষেধাজ্ঞার’ সমান, যা ভারতকে উৎপাদন বাড়াতে ও ভোক্তা খাতে সমন্বয় করতে বাধ্য করছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News