ছবি সংগৃহীত
পটুয়াখালীর দুমকিতে এক প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী গ্রামে আফসানা ইসরাত বিথী (২৩) নামে গৃহবধূর মরদেহ তার বাবার বাড়ির নিজ ঘরে পাওয়া যায়। স্থানীয়রা জানান, তিনি গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন। পরিবারের সদস্যরা ঘটনা দেখার পর পুলিশকে খবর দেন। দুমকি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।
নিহত বিথী ওই এলাকার মৃত মাস্টার আমির হাওলাদারের কন্যা। তার স্বামী সৈয়দ নাজমুল জাকির নাহিদ সৌদি আরব প্রবাসী। তাদের আড়াই বছরের একটি ছেলে রয়েছে। নাহিদ মোবাইল ফোনে জানান, তিনি স্ত্রী বিথীকে বিভিন্ন ঋণ সংক্রান্ত বিষয় দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিলেন। কিছু অর্থ ফেরত আনতে না পারার কারণে সম্ভবত তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তিনি দাবি করেন, স্ত্রীর সঙ্গে তাদের কোনো কলহ ছিল না।
নিহতের মা ইয়াসমিন বেগম জানান, বিথী রাতে খাওয়া দাওয়ার পর সন্তানসহ ঘুমাতে গিয়েছিলেন। পরে তিনি দেখতে পান, বিথী মোবাইলে ঝগড়া করছিলেন। সকালে নাতির কান্নায় গিয়ে তারা দেখেন, বিথী ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায়।
দুমকি থানার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে যথাযথ তদন্ত ও ন্যায়বিচারের আশায় তারা দাবি জানিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News