ছবি সংগৃহীত
বাংলাদেশের প্রভাবশালী বামপন্থি রাজনীতিক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে তিনি অসুস্থ অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানান, সকালে বাড়িতে অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বদরুদ্দীন উমর শুধু রাজনীতিবিদ নন, বরং একজন প্রখ্যাত গবেষক ও লেখক। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’, ‘সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা’, ‘পূর্ব পাকিস্তানের ভাষা ও সংস্কৃতি’, ‘বাঙালীর সমাজ ও সংস্কৃতির রূপান্তর’ ও ‘চিরস্থায়ী বন্দোবস্তে বাংলাদেশের কৃষক’।
তিনি ১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষ করে ঢাকায় গবেষণা ও শিক্ষকতা শুরু করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা ও শিক্ষাগত কার্যক্রম পরিচালনা করেন। ১৯৬৮ সালে তিনি সরাসরি বিপ্লবী রাজনীতিতে যুক্ত হন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি পার্টির মতাদর্শ নিয়ে কার্যক্রম পরিচালনা করেছেন। স্বাধীনতা পরবর্তীতে বিভিন্ন লেখক ও বুদ্ধিজীবী সংগঠনের মাধ্যমে দেশে বামপন্থি চিন্তাধারার প্রসার ঘটিয়েছেন।
এই বছর বদরুদ্দীন উমরসহ আট বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। তবে তিনি নিজ উদ্যোগে পুরস্কার গ্রহণ করেননি।
বদরুদ্দীন উমরের মৃত্যুতে দেশের বুদ্ধিজীবী ও রাজনৈতিক অঙ্গনের মধ্যে শোকের ছায়া নেমেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News