ছবি সংগৃহীত
রাজধানীর কমলাপুর এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মোছা মরিয়ম (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের সময় রাত ৯টা ১০ মিনিটে মতিঝিল থানার কমলাপুর এলাকায় অভিযান চালানো হয়।
ডিবি সূত্রে জানা গেছে, মরিয়ম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন। এ বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মরিয়মও এ কথা স্বীকার করেছেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান—
“গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডিবির মতিঝিল বিভাগের একটি দল শুক্রবার রাতে অভিযান চালায়। এ সময় মরিয়মকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।”
গ্রেপ্তারের পর মরিয়মকে মতিঝিল থানায় নিয়ে আসা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজধানীতে ইয়াবা সরবরাহের ক্ষেত্রে সাতক্ষীরার সীমান্ত এলাকায় অবৈধ পাচারের একটি বড় চক্র সক্রিয় আছে। এ ঘটনায় ডিবি আরও তদন্ত চালাচ্ছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয়রা বলছেন, সীমান্ত সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা প্রয়োজন, যাতে তরুণ প্রজন্ম মাদকের প্রভাবে সমাজে বিপদের মুখে না পড়ে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News