ছবি সংগৃহীত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক দুঃখজনক ঘটনায় ৭ মাস বয়সী শিশু ফাতেমা জান্নাতের মৃত্যু হয়েছে। শিশুটি একসঙ্গে বেশি নুডলস খেয়ে শ্বাসনালিতে আটকা পড়ায় দম বন্ধ হয়ে মারা যান।
ঘটনা ঘটে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, ডিলার পাড়া এলাকায়। ফাতেমা স্থানীয় জাহেদুল ইসলামের কন্যা। পরিবার সূত্রে জানা যায়, শিশুটিকে সাধারণত নুডলস তিন ভাগে খাওয়ানো হতো। তবে বুধবার একসঙ্গে বেশি নুডলস দেওয়ার কারণে তা তার শ্বাসনালিতে আটকা পড়ে।
ফাতেমার দাদি শাহীন আক্তার বলেন,
“নুডলস আটকে যাওয়ার পর আমরা ফাতেমাকে হাসপাতালে নিয়ে যাই। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, খাবার আটকে শ্বাস নিতে না পারায় তার মৃত্যু হয়েছে।”
শিশুর জানাজা বৃহস্পতিবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন সতর্ক করে বলেন,
“শিশুর শ্বাসনালিতে খাবার বা অন্য কোনো বস্তু আটকে গেলে তাকে পা ধরে উল্টে মাথা নিচের রাখতে হবে। এরপর পেট চেপে ধরে পিঠ চাপড়াতে হয়। ১০ মিনিটের মধ্যে খাবার বের করা না গেলে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু ঘটার ঝুঁকি থাকে।”
স্বাস্থ্য কর্মকর্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, ছোট শিশুদের খাবার দেওয়ার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং একসঙ্গে বেশি খাবার বা কঠিন পদ না দেওয়ার জন্য খেয়াল রাখতে হবে।
এ ঘটনা শিশুদের খাবারের নিরাপত্তা ও পরিবারের সতর্কতার গুরুত্ব পুনরায় সামনে তুলে এনেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News