ছবি সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার (৭ সেপ্টেম্বর) বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। বিশ্বের কোনো শক্তি এই নির্বাচনের পথ আটকে দিতে পারবে না।
বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধান উপদেষ্টা নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনের নির্দেশ দিয়েছেন। উপদেষ্টামণ্ডলীর বৈঠক থেকে স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয় হতে বলা হয়েছে। নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে জন্য সব পদক্ষেপ নিতে বলা হয়েছে।
শফিকুল আলম বলেন, “ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরাজিত শক্তি বেপরোয়া হয়ে সার্বিক শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে। তাই নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আসন্ন দুর্গাপূজা সম্পর্কে বলেন, “দুর্গাপূজা নির্বিঘ্নভাবে উদযাপিত হবে, নিরাপত্তা আগে থেকে নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে সব ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।”
শফিকুল আলমের এই বক্তব্য দেশের মানুষকে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসনের প্রস্তুতি ও সজাগ থাকার প্রতিশ্রুতি দেয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News