ছবি সংগৃহীত
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম এখনও ভাড়া নেওয়া ভবনে চলে, যদিও স্থায়ী ক্যাম্পাসের জন্য প্রশাসনিক অনুমোদন মিলেছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে শিক্ষার সুবিধা ও নিরাপদ ক্যাম্পাস না পাওয়ায় হতাশ ও উদ্বিগ্ন।
২০১৯ সালের জুলাই মাসে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয় স্থাপনের আবেদন করেন। ২০২২ সালের ২৯ মার্চ শিক্ষামন্ত্রীর প্রস্তাবে কণ্ঠভোটে বিলটি সংসদে পাস হয়। ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রথমবার ক্লাস শুরু করে। বর্তমানে বিজ্ঞান অনুষদে গণিত, পরিসংখ্যান ও মনোবিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল নামে চারটি বিভাগ কার্যক্রম চালাচ্ছে। প্রতি বিভাগে গুচ্ছ পদ্ধতিতে প্রতি ব্যাচে ৪০ শিক্ষার্থী ভর্তি হয়।
পিরোজপুর ও ঢাকায় ভাড়া নেওয়া দুটি অফিস ও গেস্টহাউজে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলছে। পাঠদান চলছে পিরোজপুরে একটি ভাড়া বাসায়, যেখানে সরকারি মহিলা কলেজের ছাত্রী হলের একটি তলা ও শহরের ইয়াসিন খা সড়কের একটি ভবন ছাত্র হোস্টেল হিসেবে ব্যবহার হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় ৭৫ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত নির্মাণ কাজ শুরু হয়নি।
শিক্ষার্থী নাওমি নাওয়ার বলেন, “আমাদের ক্লাস ও অন্যান্য কার্যক্রম ভাড়া বাড়িতে হচ্ছে। স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন থাকা সত্ত্বেও কোনো দৃশ্যমান কাজ দেখা যাচ্ছে না। আমরা চাই দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হোক।”
বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন জানান, “দুটি ব্যাচ চলমান রয়েছে। তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হলে এই একটি ভাড়া ভবনে শিক্ষা কার্যক্রম চালানো অসম্ভব হবে। আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানাব।”
উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, “আমাদের ডিপিপি হাতে আছে। আশা করছি ২০২৬ সালের জুনের মধ্যে প্রেরণ করা সম্ভব হবে। সদর উপজেলায় ৭৫ একর জমির প্রশাসনিক অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও পাওয়া গেছে। আমরা আশা করছি অতি দ্রুত কাজ সম্পন্ন হবে।”
শিক্ষার্থীরা বলছেন, স্থায়ী ক্যাম্পাস না হলে শিক্ষা ও থাকার পরিবেশ যথাযথ হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News