ঢাকা, ০৭ সেপ্টেম্বর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:54 AM, 07 September 2025.
Digital Solutions Ltd

“রংপুরে বেসরকারি হাসপাতালে সিজার করছিলেন ‘এইট পাস’ ভুয়া চিকিৎসক, হাতেনাতে ধরা”

Publish : 07:54 AM, 07 September 2025.
“রংপুরে বেসরকারি হাসপাতালে সিজার করছিলেন ‘এইট পাস’ ভুয়া চিকিৎসক, হাতেনাতে ধরা”

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

রংপুর নগরীতে ঘটেছে এক ভয়ংকর প্রতারণার ঘটনা। সন্তান প্রসবকালীন জটিল অস্ত্রোপচার (সিজার) চালাচ্ছিলেন মাত্র অষ্টম শ্রেণি পাস এক যুবক। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের অভিযানে বিষয়টি ধরা পড়ে।

জানা যায়, ধাপ এলাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতালে এক প্রসূতি নারী ভর্তি হলে অপারেশন থিয়েটারে তাকে নেওয়া হয়। সেখানে সন্তান জন্মের পর সেলাই করছিলেন ওই যুবক। এসময় জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা উপস্থিত হয়ে হাতেনাতে তাকে আটক করেন। প্রথমে যুবক নিজেকে চিকিৎসক দাবি করলেও পরে স্বীকার করেন—তিনি চিকিৎসক নন, কেবল অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এমনকি গ্রেপ্তার এড়াতে বোরকা পরে পালানোর চেষ্টা করেন তিনি।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু তাকে তিন মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি হাসপাতালের মালিক সামসুদ তিবরীজকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে আরও জানা যায়, হাসপাতালটির লাইসেন্স পাঁচ বছর ধরে নবায়ন করা হয়নি। অথচ দীর্ঘদিন ধরে এখানে অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছিল।

রংপুর জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, “এমন ভয়াবহ প্রতারণা মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি। আমরা নিয়মিত নজরদারি চালাচ্ছি, যে কোনও অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “জীবন-মৃত্যুর ঝুঁকি নিয়ে একটি হাসপাতাল ব্যবসা চালাচ্ছে—এটা মেনে নেওয়া যায় না। প্রশাসনের আরও কঠোর নজরদারি দরকার।”

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যসেবা খাতে ভুয়া চিকিৎসক ও অবৈধ হাসপাতালের বিরুদ্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ টপিটাকে ভালভাবে সাজিয়ে প্রথমে প্রেজেন্টেশন ও ভয়েস ওভার সহ নতুন ছোট টাইটেল দিয়ে চার মিনিটের একটি নিউজ স্ক্রিপ্ট পত্রিকার জন্য করে দেবেন সার্চ বিডি নিউজ এর জন্য ভিডিওর জন্য নয় এবং হ্যাশ ট্যাগ সহ তৈরি করে দিবেন 

এ টপিটাকে ভালভাবে সাজিয়ে  নতুন ছোট টাইটেল  একটি নিউজ স্ক্রিপ্ট পত্রিকার জন্য করে দেবেন সার্চ বিডি নিউজ এর জন্য ভিডিওর জন্য নয় এবং হ্যাশ ট্যাগ সহ তৈরি করে দিবেন 

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ফেব্রুয়ারির নির্বাচনে বাধা দেওয়ার কোনো শক্তি পৃথিবীতে নেই: শফিকুল আলম শিরোনাম পটুয়াখালীর দুমকিতে প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শিরোনাম পিরোজপুর পৌরসভার ড্রেনতো নয়, যেন ময়লার ভাগাড় শিরোনাম বরিশাল ক্যান্সার হাসপাতাল: দুই দফা মেয়াদ বাড়িয়েও চালু হয়নি নতুন ভবন শিরোনাম ফটিকছড়িতে ড্রেজারে দিয়ে বালু উত্তোলন, নদীগর্ভে শতবর্ষী কবরস্থান শিরোনাম ফরিদপুরে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা: ইমাম গ্রেপ্তার