শনিবার স্কুল-কলেজ খোলা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য
"আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে"—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মন্ত্রণালয় ও মাউশি জানিয়েছে, এই গুজব তাদের নজরে এসেছে। তবে এমন তথ্য কে বা কারা ছড়িয়েছে, তা এখনো জানা যায়নি।
মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানী সিকদার গণমাধ্যমকে বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার, যা এখনও বহাল রয়েছে। শনিবার স্কুল খোলা থাকবে বলে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার পর্যন্ত এমন কোনো নির্দেশনা আসেনি।"
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান জানান, "২০২৫ সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে"—এমন কোনো সিদ্ধান্ত হয়নি। যদি নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।" তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News