ঢাকা, ১৯ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 05:15 AM, 18 July 2025.
Digital Solutions Ltd

অটোরিকশায় ফেলে যাওয়া ১৫ লাখ টাকা মালিককে খুঁজে ফিরিয়ে দিলেন চালক

Publish : 05:15 AM, 18 July 2025.
অটোরিকশায় ফেলে যাওয়া ১৫ লাখ টাকা মালিককে খুঁজে ফিরিয়ে দিলেন চালক

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

কুমিল্লায় সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন অটোরিকশাচালক অনিক। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে নগরীর বজ্রপুর এলাকায় অটোরিকশায় পড়ে থাকা ১৫ লাখ টাকা খুঁজে পেয়ে তার প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন এই তরুণ চালক।

অনিক কুমিল্লা শহরের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা একজন অটোচালক। ঘটনার দিন সকালে যাত্রী হিসেবে মরণ নামের এক ব্যক্তি তার মেয়েকে স্কুলে দিয়ে ব্যাগ ভুলে চলে যান অনিকের অটোরিকশা থেকে। ঘটনাটি ঘটে বজ্রপুর এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের সামনে।

যাত্রী নামিয়ে রাজগঞ্জ এলাকায় চা খেতে যান অনিক। সেসময় গাড়ির সিটে থাকা একটি নীল পলিথিন ব্যাগ চোখে পড়ে তার। খুলে দেখেন, ভেতরে আরেকটি কালো ব্যাগ, যার ভিতর সযত্নে মোড়ানো রয়েছে বিপুল পরিমাণ টাকা। গণনা করে দেখা যায় — ১৫ লাখ টাকা।

প্রথমেই পাশে থাকা আরেক চালক ও পরে নিজের বাবার সঙ্গে আলোচনা করে টাকাগুলো ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন অনিক। তিনি ফের বজ্রপুর স্কুল এলাকায় গিয়ে বেশ কয়েকবার খুঁজে অবশেষে টাকার মালিককে খুঁজে পান।

অনিক বলেন, “ব্যাগে এত টাকা দেখে আমি প্রথমে ভয়ই পেয়ে যাই। বাবাকে কল দিলে তিনি বলেন, ‘তুই এই টাকায় তুই বাঁচবি না, যা খুঁজে দিয়ে আয়।’ আমি তাই করেছি।”

টাকার প্রকৃত মালিক মরণ সূত্রে জানা যায়, তিনি ছাতিপট্টি এলাকার একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি জানান, “মেয়েকে স্কুলে দিয়ে ভুল করে টাকা রেখে চলে যাই। পরে অনেক খোঁজাখুঁজির পরও গাড়িটি পাইনি। অনিক নিজে এসে টাকাগুলো ফিরিয়ে দিয়েছেন — এটা ভাবতেই পারিনি। তার প্রতি কৃতজ্ঞতা জানাতেও শব্দ খুঁজে পাচ্ছি না।”

অনিকের এই সততা এলাকায় প্রশংসার জোয়ার এনেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতোমধ্যেই প্রশংসার ঢল নেমেছে। সাধারণ মানুষ বলছেন, “এমন সততার গল্প আমাদের আরও বিশ্বাসযোগ্য বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা দেয়।”

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আগুনে পুড়ে নিঃশেষ একটি পরিবার : পাঁচজনের করুণ মৃত্যু শিরোনাম জামায়াতের জাতীয় সমাবেশে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা শিরোনাম চার দিনের সংঘাতের পর সিরিয়া-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হল শিরোনাম সোহরাওয়ার্দী মুখী নেতাকর্মীদের ঢল, স্লোগানে উত্তাল রাজধানী শিরোনাম গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য শিথিল হলো কারফিউ, স্বস্তি ফিরছে জনজীবনে শিরোনাম সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের ঐতিহাসিক জাতীয় সমাবেশ শুরু