ছবি সংগৃহীত
তার বয়স (৭০)। স্বামী লাল মজিদ ফকির। স্বামী মারা গেছেন ২০ বছর পূর্বে। সেই থেকে বিদ্যুৎবিহীন ছোট্ট একটি ঘরে নিঃসঙ্গ দিন কাটছে নিঃসন্তান হায়াত বাুনুর। সামান্য বসতভিটা ছাড়া আর কোনো সহায়-সম্পদ নেই আয়াত বানুর । এ অবস্থায় নিজের আহারের ব্যবস্থা নিজেকেই করতে হয়। কিছু জুটলে খান আর না জুটলে না খেয়ে থাকেন এই বৃদ্ধা। হায়াত বানুর রয়েছে একটি বিধবা কার্ড তার টাকা দিয়া ওষুধ চলানো কষ্টকর । অসহায় বৃদ্ধা দুর্বিষহ কষ্টের জীবন কাহিনী তেঁতুলবাড়িয়া এবং হদুয়া গ্রামের কারো অজানা নয়, তবুও তার পাশে নেই স্থানীয় জনপ্রতিনিধিরা।
এ ব্যাপারে স্থানীয় ৪ নং রানাপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম লাবুর সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে। হায়াত বানুকে সিডর বন্যার সময় ত্রানের একটি ঘর দিলেও বৃষ্টি এলেই পরে পানি। তাই সে পাশের এক বাড়িতে থাকেন।তাই সমাজসেবা ও সরকারি পৃষ্ঠপোষকতা বা এলাকার কোন সমাজসেবক বিত্ত শালী ব্যক্তিকে সাহায্যের জন্য আহ্বান জানিয়েছেন এই হায়াত বানু।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News