ছবি সংগৃহীত
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে প্রথম সরাসরি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ডিসিতে। বৈঠকে বিশ্ব ও দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও।
ইসহাক দার বৈঠকে বলেন, “পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ হলেও যুদ্ধ চায় না। বরং শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষেই দেশটি সবসময় অঙ্গীকারবদ্ধ।” তিনি ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের প্রসঙ্গ তুলে ধরে অভিযোগ করেন, “বিশ্ববাসীকে বিভ্রান্ত করতে এবং পাকিস্তানকে সন্ত্রাসবাদে জড়িত প্রমাণ করতে ভারত বিভিন্ন প্রপাগান্ডার আশ্রয় নিচ্ছে।”
তিনি আরও বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর মধ্যস্থতামূলক ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রুবিওর উদ্যোগের প্রশংসা করেন তিনি।
বৈঠকে মার্কো রুবিও বলেন, “পাকিস্তান বিশ্ব ও আঞ্চলিক শান্তিতে বরাবরই ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রেখে চলেছে।” একইসঙ্গে তিনি ইরান ইস্যুতে মধ্যস্থতায় পাকিস্তানের আগ্রহ ও প্রচেষ্টারও প্রশংসা করেন।
দু’দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টায় যৌথভাবে কাজ করার বিষয়ে নতুন করে প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
ইসহাক দার জানান, পাকিস্তান বর্তমানে বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য। তিনি বলেন, “আমেরিকান বিনিয়োগকারীদের জন্য সুযোগ সৃষ্টি এবং যুক্তরাষ্ট্রে পাকিস্তানি প্রবাসীদের সংযুক্তি আরও জোরদার করতে আমরা কাজ করছি।”
বৈঠক শেষে উভয় নেতা আঞ্চলিক শান্তি ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে নীতি পর্যায়ের আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে সম্মত হন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News