ছবি সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৪ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, ২০২৪ সালে বিএনপির মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। আর ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। ফলে উদ্বৃত্ত বা বকেয়া পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।
রোববার (২৭ জুলাই) সকাল ১১টায় নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর রিজভী এ তথ্য জানান।
রিজভী বলেন, “আমাদের আয় হয়েছে সদস্যদের মাসিক চাঁদা, বই-পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান থেকে। অন্যদিকে ব্যয় হয়েছে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন তহবিল, বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন, লিফলেট ও পোস্টার প্রিন্টিংয়ে।”
তিনি নির্বাচন কমিশন নিয়ে কড়া মন্তব্যও করেন। রিজভীর ভাষ্য, “আগের কমিশন ছিল নির্বাহী বিভাগের অধীনে এবং সে সময় নির্বাচন ছিল ফ্যাসিবাদের হাতিয়ার। দিনের ভোট রাতে করে লুটের নির্বাচন বৈধতা দেওয়া হতো। কমিশনে তখন মেরুদণ্ডহীন ও চাকরিলোভী লোক নিয়োগ করা হয়েছিল।”
রিজভী বলেন, “শেখ হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল নির্বাচন কমিশন। এখন আমরা প্রত্যাশা করি বর্তমান নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করবে, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করবে এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে।”
তিনি যোগ করেন, “নির্বাচন কমিশন যেন একটি আস্থার প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয়—এই প্রত্যাশা আমরা রাখি।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News