ছবি সংগৃহীত
ভয়াবহ এক দুর্ঘটনা এড়ানো গেল যুক্তরাষ্ট্রের কলোরাডোর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে। ওড়ার ঠিক আগমুহূর্তে ১৭৩ যাত্রী নিয়ে দাঁড়িয়ে থাকা আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানে হঠাৎ করে আগুন ধরে যায়। তবে অল্পের জন্য রক্ষা পান সব যাত্রী ও ক্রু সদস্যরা।
শনিবার (২৬ জুলাই) দুপুরে এই ঘটনাটি ঘটে। সংবাদমাধ্যম NDTV জানিয়েছে, ফ্লাইট নম্বর ৩০২৩, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানটি ডেনভার থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা করার প্রস্তুতিতে ছিল। এই সময়ই বিমানের ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, এবং এর ফলেই বিমানের পেছনের অংশে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে চমকে ওঠেন তারা। মুহূর্তেই বিমানের পেছন থেকে ধোঁয়া এবং আগুন বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে যাত্রীদের জরুরি স্লাইড ব্যবহার করে প্লেন থেকে বের করে আনা হয়। প্লেনে থাকা ১৭৩ যাত্রী ও ৬ ক্রু সদস্য সবাই নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় আতঙ্কিত যাত্রীরা দ্রুত ইমারজেন্সি এক্সিট দিয়ে নেমে যাচ্ছেন, আর পেছনে ধোঁয়ায় আচ্ছন্ন পুরো প্লেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল টিম পাঁচজনকে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করেন। যদিও তাদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি, তবু একজন যাত্রীকে সামান্য আঘাতজনিত কারণে হাসপাতালে নেওয়া হয়।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেও আমেরিকান এয়ারলাইনসের আরেকটি ফ্লাইট ডেনভারে ইঞ্জিন সংক্রান্ত ত্রুটির কারণে জরুরি অবতরণে বাধ্য হয়।
এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে আমেরিকান এয়ারলাইনসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এ ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News