ছবি সংগৃহীত
প্রায় ৩ কোটি টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং ১২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সোমবার (২৮ জুলাই) দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে।
রাদওয়ান মুজিব ববি তার নামে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়, ববির কোনো স্বীকৃত ব্যবসা বা আয়ের উৎস না থাকা সত্ত্বেও তিনি অবৈধভাবে উপার্জিত অর্থ আড়াল করতে ৩টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫৪৯ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন।
এ কারণে তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা রুজু করা হয়েছে।
এর আগেও রাদওয়ান মুজিবের নাম একটি বড় বিতর্কে উঠে আসে। গত ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক অভিযোগপত্র দেয় দুদক।
এই অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার নামও রয়েছে। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, রাদওয়ান মুজিবের চাচা ও শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ রয়েছে।
গত ১৭ জুলাই তাদের নামে মোট ৬২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে পৃথক চারটি মামলা করা হয়।
তারিক সিদ্দিক: ২৮ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার ২৩২ টাকা
স্ত্রী শাহিন সিদ্দিক: ২৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ২১৩ টাকা
কন্যা নুরিন তাসমিয়া: ৩ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ১৯২ টাকা
কন্যা বুশরা সিদ্দিক: ৪ কোটি ২ লাখ ৯৭ হাজার ৮৬ টাকা
এ সকল মামলায়ও মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণপত্রসহ উপস্থাপন করেছে দুদক।
রাজনৈতিক পরিবারভুক্ত প্রভাবশালীদের বিরুদ্ধে এমন আইনি পদক্ষেপকে দুর্নীতিবিরোধী লড়াইয়ে এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
তবে একই সঙ্গে বিরোধী পক্ষের প্রশ্ন—“এই মামলা কি শুধুই আইনি পদক্ষেপ, নাকি রাজনৈতিক ভারসাম্য রক্ষার এক কৌশলী চাল?”
জনগণ এখন চায়, এই মামলা যেন যথাযথ তদন্ত ও স্বচ্ছ বিচারের মাধ্যমে শেষ হয়।
পরিবার বা পদ-পদবি নির্বিশেষে যেকোনো ব্যক্তির দুর্নীতির অভিযোগে তদন্ত ও বিচার কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালিত হওয়া একটি রাষ্ট্রীয় বাধ্যবাধকতা। শেখ রেহানার ছেলে ববির বিরুদ্ধে মামলাটিও যেন সেই ন্যায়ের পথে এগোয়—এটাই এখন জাতির প্রত্যাশা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News