ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 02:41 AM, 28 July 2025.
Digital Solutions Ltd

“আসাদ পতনের পর প্রথমবারের মতো সংসদ নির্বাচনের পথে সিরিয়া”

Publish : 02:41 AM, 28 July 2025.
“আসাদ পতনের পর প্রথমবারের মতো সংসদ নির্বাচনের পথে সিরিয়া”

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

আল-আহমাদের বরাতে সানা জানিয়েছে, ১৫ থেকে ২০ সেপ্টেম্বর-এর মধ্যে নির্বাচনের দিন নির্ধারণ করা হবে। নির্বাচনের মাধ্যমে সিরিয়ার ২১০ সদস্যের সংসদ গঠিত হবে।

এই ২১০টি আসনের মধ্যে এক-তৃতীয়াংশ অর্থাৎ ৭০টি আসনে সরাসরি নিয়োগ দেবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। বাকি ১৪০টি আসনে ভোট হবে দেশের সব প্রদেশে স্থাপিত ইলেকটোরাল কলেজের মাধ্যমে।

নির্বাচন কমিশনের আরেক সদস্য হাসান আল-দাগিম জানান, "সিরিয়ার প্রতিটি প্রদেশে ভোট গ্রহণের জন্য একটি করে ইলেকটোরাল কলেজ স্থাপন করা হবে। এই উদ্যোগের মাধ্যমে আমরা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।"

চলতি বছরের মার্চ মাসে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন। এর অধীনেই গঠিত হয় একটি "পিপলম কমিটি", যা স্থায়ী সংবিধান প্রণয়ন ও পূর্ণাঙ্গ জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সংসদ হিসেবে দায়িত্ব পালন করছে।

বিশ্লেষকদের মতে, নতুন সংবিধান গ্রহণের প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদি হতে পারে, তবে এই নির্বাচনই হবে সিরিয়ার রাজনৈতিক পুনর্গঠনের প্রথম বড় ধাপ।

নির্বাচনের ঘোষণা এমন এক সময় এসেছে, যখন সিরিয়ার রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা এখনো অত্যন্ত জটিল ও বিভক্ত।

এই মাসের শুরুতেই দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় প্রাণ হারায় শত শত মানুষ। এই সংঘাত দেখিয়েছে, আসাদ পরবর্তী শাসনব্যবস্থা এখনও নিরাপত্তাহীনতার দোলাচলে রয়েছে।

অঞ্চলভিত্তিক আধিপত্য, ক্ষোভ ও অস্থিরতা ভোট গ্রহণ প্রক্রিয়াকে কতটা প্রভাবিত করতে পারে—সে নিয়েও বাড়ছে উদ্বেগ।

জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে। তবে তারা শর্ত দিয়েছে, নির্বাচন হতে হবে স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণমূলক।

বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচন সিরিয়ার জন্য একটি “লিটমাস টেস্ট”—যেখানে বোঝা যাবে, দেশটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক কাঠামোর দিকে অগ্রসর হচ্ছে, নাকি শুধুই এক প্রতীকী পদক্ষেপ।

আসাদ যুগের পর এক নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে সিরিয়া। এই নির্বাচন শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়—বরং এটি হতে পারে একটি বিভক্ত ও ক্ষতবিক্ষত জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।

তবে সেই আশার বাস্তবায়ন নির্ভর করবে নির্বাচন কতটা গ্রহণযোগ্য ও নিরাপদ হয় তার ওপর।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১