ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের রেনো শহরে অবস্থিত একটি জনপ্রিয় ক্যাসিনো রিসোর্টে ভয়াবহ গুলির ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার কিছু আগে রেনো শহরের ‘গ্র্যান্ড সিয়েরা রিসোর্ট’-এর ভ্যালেট পার্কিং এলাকায় এই হামলা ঘটে। রিসোর্টটি শুধু রেনোর অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রই নয়, একইসঙ্গে এটি রাজনৈতিক, সাংস্কৃতিক এবং বিনোদনমূলক কর্মকাণ্ডের একটি প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত।
ঘটনার বিবরণে পুলিশ জানায়, এক ব্যক্তি হঠাৎ করে ভ্যালেট পার্কিং এলাকায় এসে তার সঙ্গে থাকা একটি হ্যান্ডগান বের করে উপস্থিত জনতার দিকে তাক করে। প্রথমে বন্দুকটি কাজ না করলেও দ্রুত তা ঠিক করে গুলি চালায় সে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং দুজন গুরুতর আহত হন।
স্পার্কস শহরের পুলিশ প্রধান ক্রিস ক্রাফোর্থ সংবাদ সম্মেলনে জানান, আহতদের মধ্যে একজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি দুজন এখনও গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
গুলির ঘটনার তিন মিনিটেরও কম সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। সন্দেহভাজন বন্দুকধারীর ওপর পাল্টা গুলি চালায় তারা। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হয় এবং পরে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বন্দুকধারীর সঙ্গে নিহতদের কোনো পূর্বপরিচয় বা সম্পর্ক নেই বলে ধারণা করা হচ্ছে। এ থেকেই প্রাথমিকভাবে একে এলোপাতাড়ি হামলা বলেই বিবেচনা করা হচ্ছে। তবে হামলার প্রকৃত উদ্দেশ্য এবং মোটিভ তদন্তাধীন রয়েছে।
এই রিসোর্টে এর আগেও বড় বড় রাজনৈতিক ও সাংস্কৃতিক আয়োজন হয়েছে। এমনকি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানেই এক নির্বাচনী সমাবেশ করেছেন।
রিসোর্টের একাধিক অতিথি জানান, সকাল সাড়ে ৭টার দিকে তারা একাধিক গুলির শব্দ শুনতে পান এবং আতঙ্কিত হয়ে আশেপাশের নিরাপদ স্থানে আশ্রয় নেন।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে গণহারে গুলিবর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News