ছবি সংগৃহীত
আসন্ন জাতীয় নির্বাচন ও ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখা নির্ধারণে চলমান রাজনৈতিক সংলাপে গঠিত ঐকমত্য কমিশনের খসড়া প্রস্তাবে সংসদ গঠনের প্রথম দুই বছরের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার চাওয়া হয়েছে। এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২১তম দিনে বিএনপির পক্ষ থেকে এসব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “আমরা যে জুলাই সনদ ২০২৫-এর খসড়া পেয়েছি, সেটিকে ভূমিকা হিসেবে দেখছি। পূর্ণাঙ্গ সংস্কার তালিকা পরে যুক্ত হবে। তবে খসড়ায় যেসব মূলনীতি তুলে ধরা হয়েছে, সেগুলোর সঙ্গে আমরা মোটামুটি একমত। সংবিধান, আইন, প্রশাসনিক কাঠামো ও প্রতিনিধিত্বমূলক ব্যবস্থায় সংস্কার আনতে আমরা দায়বদ্ধ।”
সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা চাই, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহ নিয়োগ ও কাঠামো নির্ধারণ হোক আইনের মাধ্যমে। এতে আইনি ত্রুটি থাকলে সহজে সংশোধন সম্ভব হবে। কারণ, সংবিধানে যত বেশি বিষয় জুড়ে দেওয়া হবে, তত বেশি সংশোধন জটিল হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “কার্যকর রাষ্ট্র পরিচালনায় শক্তিশালী নির্বাহী বিভাগ প্রয়োজন। তবে সেটি হতে হবে চেক অ্যান্ড ব্যালেন্সের আওতায়।”
নারীর প্রতিনিধিত্ব নিয়ে বিএনপি প্রথম ধাপে প্রস্তাব করেছে, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৫% অর্থাৎ ১৫টি আসনে নারী প্রার্থী মনোনীত করা হবে। পরবর্তী নির্বাচনে এটি ১০% অর্থাৎ ৩০টি আসনে উন্নীত করা হবে। আমরা চাই, নারীরা সরাসরি ভোটে নির্বাচিত হোক।”
বিএনপি ন্যায়পাল প্রতিষ্ঠা ও তা কার্যকর করার পক্ষে। সালাহউদ্দিন বলেন, “এখন পর্যন্ত এই প্রতিষ্ঠান কখনো কার্যকর হয়নি। তাই প্রথমে এটি প্রতিষ্ঠা করতে হবে। এরপর আইনে তার দায়িত্ব, ক্ষমতা ও প্রতিবেদন বাস্তবায়নের বাধ্যবাধকতা নির্ধারণ করতে হবে, নইলে এটি অর্থহীন থেকে যাবে।”
সংস্কার কমিশনের দেওয়া ৭০০-এর বেশি সুপারিশের মধ্যে প্রায় ৬৫০টিতে বিএনপির সম্মতি রয়েছে বলে জানান সালাহউদ্দিন। তিনি বলেন, “বাকিগুলোর বিষয়ে আমরা বিকল্প প্রস্তাব বা সংশোধনী দিয়েছি। সব সুপারিশ সনদে যুক্ত হবে না, তবে যেগুলো মৌলিক, বিশেষ করে সংবিধান সংশোধনের মতো বিষয়—সেগুলো গুরুত্ব পাবে।”
এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে, বিএনপি ভবিষ্যৎ নির্বাচনের পরে প্রথম দুই বছরকে সংবিধান ও প্রতিষ্ঠান সংস্কারের জন্য একটি ‘উইন্ডো পিরিয়ড’ হিসেবে দেখছে। তবে, দলের পক্ষ থেকে খসড়ায় ভাষা, শব্দচয়ন ও গঠনের দিকেও দৃষ্টি দেওয়ার কথা বলা হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News