ছবি সংগৃহীত
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার পরপরই বিভিন্ন এলাকায় সুনামির ভয়াবহ ঢেউ আছড়ে পড়ে। স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) গভীর রাতে এ ভূমিকম্পটি অনুভূত হয়।
বিশ্ব গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৫ কিলোমিটার পূর্বে, এবং এর গভীরতা ছিল ১৯ দশমিক ৩ কিলোমিটার।
ভূমিকম্পের পরপরই কামচাটকা উপকূলের কিছু অংশে ৩-৪ মিটার (১০-১৩ ফুট) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানে। এতে উপকূলীয় অঞ্চলগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করে।
এছাড়া পাশের দেশ জাপানের হোক্কাইডো শহরেও ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) উচ্চতার ঢেউ আঘাত হানে বলে জানায় বিবিসি। জাপানের কর্তৃপক্ষ পরবর্তী ঢেউ আরও বড় হতে পারে বলে সতর্কতা জারি করেছে।
ভূমিকম্পের প্রভাবে প্রশান্ত মহাসাগরের আশপাশের অনেক অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ।
আলাস্কা ও হাওয়াই
উত্তর আমেরিকার পশ্চিম উপকূল
মার্কিন দ্বীপপুঞ্জ গুয়াম ও মাইক্রোনেশিয়ার অন্যান্য অংশ
হাওয়াই রাজ্যের সমস্ত দ্বীপে সতর্কতা জারি করা হয়, যার পর হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
বিগ আইল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত কোর্টইয়ার্ড কিং কামেহামেহা’স কোনা বিচ হোটেল এবং ম্যারিয়ট হোটেল বন্ধ ঘোষণা করা হয়েছে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, অতিথিদের কেয়ালাকেহে হাই স্কুলে সরিয়ে নেওয়া হচ্ছে।
যদিও ঠিক কতজন অতিথি অবস্থান করছিলেন এবং পুরো সরিয়ে নিতে কত সময় লাগবে—সে বিষয়ে স্পষ্ট সময়সীমা দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের শক্তিশালী ভূমিকম্প প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে উচ্চমাত্রার ঝুঁকি তৈরি করে। তাই সতর্কতা ও পূর্ব প্রস্তুতির ঘাটতি যে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা নতুন করে চোখে আঙুল দিয়ে দেখাল রাশিয়ার এই ভূমিকম্প।
উদ্ধারকাজ ও ক্ষয়ক্ষতির প্রাথমিক পরিসংখ্যান এখনো স্পষ্ট নয়। তবে আশঙ্কা করা হচ্ছে, কিছু এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News