ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 02:24 AM, 31 July 2025.
Digital Solutions Ltd

আরব বিশ্বের আহ্বান হামাসকে অস্ত্রত্যাগ ও গাজার শাসন ছাড়ার

Publish : 02:24 AM, 31 July 2025.
আরব বিশ্বের আহ্বান হামাসকে অস্ত্রত্যাগ ও গাজার শাসন ছাড়ার

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে সরে দাঁড়াতে এবং অস্ত্র পরিত্যাগ করতে হামাসকে সরাসরি আহ্বান জানিয়েছে সৌদি আরব, কাতার, মিশরসহ আরব বিশ্বের ১৭টি দেশ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত ফিলিস্তিন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রকাশিত এক যৌথ ঘোষণাপত্রে উঠে আসে এই বার্তা।

সেই সঙ্গে, হামাসকে গাজার শাসন থেকে সরিয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) অধীনে গাজা ও পশ্চিম তীরকে একীভূত করার কথাও বলেছে ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ সমর্থিত এই দলগুলো।

চলমান ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা প্রশমনে তিনদিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে জাতিসংঘ। ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের সভায় ১৭টি দেশের যৌথ ঘোষণাপত্রে হামাসকে দায়ী করে গাজার সঙ্কট নিরসনে তাদের শাসন ছেড়ে দিতে বলা হয়।

ঘোষণায় স্বাক্ষর করে কাতার, সৌদি আরব, মিশর ছাড়াও যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সসহ একাধিক পশ্চিমা রাষ্ট্র।

ফ্রান্স পরে পৃথক বিবৃতিতে জানায়, তারা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত। এই উদ্যোগের লক্ষ্য, দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তি প্রতিষ্ঠা এবং গাজা-পশ্চিম তীরকে এক প্রশাসনের অধীনে আনা।

তবে এই আন্তর্জাতিক চাপকে একরকম চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছে ইসরাইল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন,

"এই পদক্ষেপ হামাসকে উসকে দিচ্ছে এবং জিম্মিদের মুক্তির প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে।"

তিনি আরও হুঁশিয়ারি দেন, ইসরাইল প্রয়োজনে গাজার কিছু অংশের স্থায়ী নিয়ন্ত্রণ নিতেও প্রস্তুত।

২০০৬ সাল থেকে গাজার নিয়ন্ত্রণে রয়েছে হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র লড়াই আরও তীব্র করে সংগঠনটি।

এরই মধ্যে অবরুদ্ধ গাজায় চলছে মানবিক বিপর্যয়। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন আরও ৮০ জন, যাদের মধ্যে ৭১ জন ছিলেন ত্রাণ সংগ্রহ করতে আসা নিরীহ ফিলিস্তিনি।

হামাস একে বলছে,

“এটি একটি ধীরগতির গণহত্যা। ইসরাইল খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।”

আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইল কিছু নির্দিষ্ট সময়ের জন্য গাজায় সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দিলেও বাস্তবে খুব কমসংখ্যক ত্রাণবাহী ট্রাকই প্রবেশ করতে পারছে। জাতিসংঘ জানিয়েছে, গাজায় ভয়াবহ অপুষ্টিজনিত সংকট চলমান, যা ধীরে ধীরে দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে।

শুধু আনুষ্ঠানিকভাবে অপুষ্টিজনিত মৃত্যু নিশ্চিত হলেই সেখানে ‘দুর্ভিক্ষ’ ঘোষণা করবে জাতিসংঘ।

হামাসকে গাজা ছাড়ার আহ্বান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যে নতুন চাপ তৈরি করেছে। দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তিপ্রচেষ্টা ও মানবিক ত্রাণ পৌঁছানোর দাবির পাশাপাশি, আন্তর্জাতিক রাজনীতি আর বাস্তবতার মাঝে দোদুল্যমান হয়ে পড়েছে পুরো ফিলিস্তিন।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১