ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি গত ৩০ জুলাই রাত সাড়ে ১১টায় সফলভাবে সম্পন্ন করেছে।
মাঝে ঝড়, বৃষ্টি ও প্রচণ্ড রোদেও দলের সদস্যরা তাদের লক্ষ্য পূরণে অটল থেকেছেন। দীর্ঘদিন ধরে সারাদেশে পথসভা ও পদযাত্রা আয়োজনের মাধ্যমে দলটি তাদের রাজনৈতিক মিশনকে এগিয়ে নিয়ে গেছে।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন জানান, পদযাত্রার শেষ পর্বে সাভারের বাইপালে এক বিশাল পথসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
তিনি বলেন,
“রাত সাড়ে ১১টায় প্রধান কার্যালয়ে পদযাত্রা অংশগ্রহণকারীরা পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা মহানগরের নেতৃবৃন্দ। বিভিন্ন বাধা অতিক্রম করেও কর্মীরা দৃঢ়প্রতিজ্ঞ ছিল।”
এনসিপি এই পদযাত্রার মাধ্যমে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জনমত গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়ন ও সংহতির বার্তা পৌঁছে দিতে চেয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News