ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 05:45 AM, 03 August 2025.
Digital Solutions Ltd

ভারতের‘অপারেশন মহাদেব’ সম্পূর্ণ মিথ্যা প্রচারণা: পাকিস্তান

Publish : 05:45 AM, 03 August 2025.
ভারতের‘অপারেশন মহাদেব’ সম্পূর্ণ মিথ্যা প্রচারণা: পাকিস্তান

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

ভারতের আলোচিত ‘অপারেশন মহাদেব’কে সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন এবং মিথ্যা তথ্যনির্ভর বলে আখ্যা দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১ আগস্ট) রাজধানী ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান।

তিনি বলেন, “জম্মু-কাশ্মিরে তথাকথিত ‘অপারেশন মহাদেব’ সম্পর্কে ভারত যা দাবি করছে তা সত্যের ধারে-কাছেও নয়। এটি একটি মিথ্যা প্রচারণা, যার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। গোটা বিশ্ব জানে, পেহেলগামে হামলার ঘটনার পর কোনো আন্তর্জাতিক বা নিরপেক্ষ তদন্ত ছাড়াই ভারত পাকিস্তানকে দায়ী করে, যা অপ্রাসঙ্গিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

গত ২৮ জুলাই ভারতের সেনা, আধাসামরিক বাহিনী এবং জম্মু-কাশ্মির পুলিশের সমন্বিত অভিযানে মহাদেব পাহাড় সংলগ্ন দাচিগাম জঙ্গলে নিহত হন তিন ব্যক্তি— সুলেমান, আবু হামজা ও ইয়াসির। ভারত দাবি করছে, তারা পাকিস্তানের নাগরিক এবং লস্কর-ই-তৈয়বার সদস্য। তাদের কাছ থেকে পাকিস্তানি পরিচয়পত্রও নাকি উদ্ধার করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য অনুসারে, পেহেলগামে ২২ এপ্রিলের হামলায় জড়িত থাকার ফরেনসিক প্রমাণও মিলেছে এদের দেহে। ভারতীয় সেনাবাহিনীর চিনার কোরও একই দাবি করেছে।

তবে পাকিস্তান এই অভিযানের প্রকৃতির প্রশ্ন তুলেছে। মুখপাত্র শাফকাত বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি— ভারতের তথাকথিত এই অভিযানের কোনো ভিত্তি নেই। এটি কেবলমাত্র আন্তর্জাতিক মনোযোগ ঘুরিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা। পাকিস্তানের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি আমাদের কাছে পবিত্র এবং বিতর্কের ঊর্ধ্বে।”

তিনি আরও বলেন, “পেহেলগামের ঘটনার পর পাকিস্তান নিজেই নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছিল, এমনকি সহযোগিতার আশ্বাসও দিয়েছিল। কিন্তু ভারত সেসব উপেক্ষা করে আবারো উপমহাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির পথে হাঁটছে।”

শাফকাত আলী খান বলেন, “পাকিস্তান সব সময় উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চায়। কাশ্মির ইস্যুতে আমরা সংলাপ এবং কূটনৈতিক সমাধানের পক্ষেই ছিলাম, আছি এবং থাকব।”

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১