ছবি সংগৃহীত
আল-আকসা মসজিদের পবিত্র চত্বরে উল্লাস, প্রার্থনা ও নৃত্যে নেতৃত্ব দিয়ে নতুন করে উত্তেজনার আগুনে ঘি ঢেলেছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। মুসলমানদের তৃতীয় পবিত্রতম এই ধর্মীয় স্থানটিতে শত শত অবৈধ বসতি স্থাপনকারী (সেটলার) নিয়ে প্রবেশ করেন তিনি। রোববার (৩ আগস্ট) সকালেই এ ঘটনা ঘটে, যা ধর্মীয় স্পর্শকাতরতাকে চরমে পৌঁছে দিয়েছে।
রয়টার্স জানায়, এই প্রবেশ ছিল আল-আকসা সম্পর্কিত প্রচলিত ঐতিহাসিক ও কূটনৈতিক চুক্তির সরাসরি লঙ্ঘন।
আল-আকসা বর্তমানে জর্ডানের ধর্মীয় সংস্থা ওয়াকফ কর্তৃক পরিচালিত হয়। চুক্তি অনুযায়ী, অমুসলিমরা প্রবেশ করতে পারলেও প্রার্থনা করা সম্পূর্ণ নিষিদ্ধ।
ইসরাইলের আইনী অবস্থানও সেই ঐতিহ্যকে সমর্থন করে, কারণ মুসলমানদের জন্য এটি তৃতীয় পবিত্রতম স্থান, যেখানে ইহুদিদের প্রার্থনা ইচ্ছাকৃতভাবে সীমিত রাখা হয়েছে সংঘাত এড়াতে।
তবুও বেন-গভির দাবি করেন, তিনি আল-আকসায় গিয়ে ইসরাইলি বন্দিদের মুক্তি ও গাজায় হামাসের বিরুদ্ধে বিজয়ের জন্য প্রার্থনা করেছেন। একইসঙ্গে গাজা উপত্যকা পুরোপুরি দখলের আহ্বানও আবার উচ্চারণ করেন।
একটি ভিডিওতে দেখা যায়, তিনি প্রাঙ্গণে সেটলারদের নিয়ে হাঁটছেন। তবে তার প্রার্থনার ফুটেজ নিয়ে রয়টার্স তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।
প্রসঙ্গত, বেন-গভির পূর্বেও এই স্থানটিতে ইহুদি প্রার্থনার অধিকার চেয়ে বিতর্ক তৈরি করেছিলেন।
রোববার মধ্যরাতেও তিনি জেরুজালেমের পুরাতন শহরে একটি মিছিলের নেতৃত্ব দেন, যার কয়েক ঘণ্টা পরেই ঘটে আল-আকসা প্রাঙ্গণে এই উসকানিমূলক প্রবেশ।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা এই ঘটনাকে ‘সব ধরনের সীমা লঙ্ঘন’ বলে অভিহিত করেন।
তিনি বলেন,
“এই অপরাধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে এখনই কার্যকর হস্তক্ষেপ করতে হবে। গাজায় চলমান যুদ্ধ থামিয়ে মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।”
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়,
এটি শুধু রাজনৈতিক নয়, ধর্মীয় উসকানিরও নজিরবিহীন উদাহরণ। মুসলিম বিশ্বে এই প্রবেশ ও প্রার্থনা প্রচেষ্টাকে ইসলামবিরোধী উসকানিমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে পুরো ঘটনায় সরকারের অবস্থান থেকে সরে আসেননি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি বলেন,
“আল-আকসা চত্বরে আমাদের অবস্থান অপরিবর্তিত এবং ভবিষ্যতেও তা পরিবর্তন হবে না।”
তবে পর্যবেক্ষকরা বলছেন, সরকারের বক্তব্য ও মন্ত্রীর কাজের মধ্যে বিপরীততা এখন ইসরাইলি প্রশাসনের দ্বিচারিতা প্রকাশ করছে।
ধর্মীয় আবেগ এবং রাজনৈতিক আগ্রাসনের টানাপড়েনে জেরুজালেম আবারো দাঁড়িয়েছে উত্তেজনার মুখে। একদিকে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের শোক ও ক্ষোভ, অন্যদিকে চরমপন্থী ইসরাইলি নেতাদের উস্কানি—এই টানাপড়েন মধ্যপ্রাচ্যে স্থায়ী অস্থিরতার ইঙ্গিত বহন করছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News