ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 08:01 AM, 04 August 2025.
Digital Solutions Ltd

জুলাই বিপ্লবের পেছনে বাম দলের বিশেষ কি অবদান ছিল

Publish : 08:01 AM, 04 August 2025.
জুলাই বিপ্লবের পেছনে বাম দলের বিশেষ কি অবদান ছিল

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

বাংলাদেশের ইতিহাসে এক গভীর বৈপ্লবিক অধ্যায় হিসেবে স্মরণীয় ২০২৪ সালের জুলাই আন্দোলন। এ আন্দোলনের পেছনে বিশেষ ভূমিকা পালন করেছে দেশরত্ন বাম দলগুলো, যারা গণতন্ত্র ও বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিনের সংগ্রামের ধারাবাহিকতায় জনগণকে ঐক্যবদ্ধ করেছেন।

বাম দলের নেতৃত্বে সংগঠিত হয়েছিল ধাপে ধাপে এক ক্রমবর্ধমান প্রতিবাদ। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানান, এই আন্দোলনে সিপিবির চার কর্মী শহীদ হয়েছেন, শতাধিক আহত হয়েছেন। ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর খবরের পর প্রেসক্লাব থেকে তারা প্রথম বিক্ষোভ মিছিল বের করে যা রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের সূচনা।

জুলাই মাসের শুরুতেই কোটা আন্দোলন ও সরকারের দুর্নীতি, দুঃশাসন বিরোধী প্রতিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বাম দলগুলো। ১৬ জুলাই দুর্নীতি দমন কমিশনের সামনে কর্মসূচি ঘোষণা করলেও আবু সাঈদের মৃত্যুর খবরের ক্ষোভে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ মিছিল করেন তারা।

১৮ ও ১৯ জুলাই বাম দলগুলো ঢাকার বাইরেও প্রতিবাদের শামিল হয়, গণতন্ত্র মঞ্চের ব্যানারে মিছিল ও সমাবেশ আয়োজন করে। পল্টনের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে সংঘর্ষ বাধে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন,

“স্বৈরতন্ত্রবিরোধী লড়াইয়ে আমরা সর্বদা সামনের সারিতে ছিলাম। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভূমিকা রাখার চেষ্টা করেছি।”

আগামী দিনে আন্দোলনের তীব্রতা বাড়ে। ২৬ জুলাই নিহতদের স্মরণ ও বিচারের দাবিতে মিছিল হয়, ৩০ জুলাই জিপিওর সামনে সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিবাদী গানের মিছিল অনুষ্ঠিত হয় যা নানা শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে রূপ নেয়। ১ আগস্ট সম্মিলিত সাংস্কৃতিক জোট শাহবাগে মানবন্ধন ও সমাবেশ করে।

সরকারের দমনপীড়ন, গুলি, গণগ্রেফতারের মধ্যেও আন্দোলনের সুর চূড়ান্ত রূপ নিতে থাকে। ২ আগস্ট দ্রোহযাত্রার ডাক দেয় বাম দলসমর্থক শিক্ষক, রাজনীতিক, সাংস্কৃতিক কর্মীরা। প্রেসক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিলের মাধ্যমে তারা রাষ্ট্র কাঠামো নির্মাণের দাবি জানান।

৩ আগস্ট শহীদ মিনারের জনস্রোতের সঙ্গে যুক্ত হন প্রগতিশীল দলগুলো এবং দফা এক, দাবি এক—শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা আসে মিলন মোহনাতে।

৪ আগস্ট দিনভর মসনদ রক্ষার লড়াইয়ে ছাত্র, শ্রমিক ও জনতা অংশ নেয়। কঠোর দমনপীড়নের পর ৫ আগস্ট কঠোর কারফিউ ভাঙে, বাড়ে মৃত্যুর সংখ্যা এবং লাখো মানুষ বিজয়োল্লাসে ভাসে, শেখ হাসিনার পতনের মুখোমুখি হয় বাংলাদেশ।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১