ছবি সংগৃহীত
ইন্দোনেশিয়ার বেংকুলু প্রদেশে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। জোহরের নামাজ পড়ার সময় নিজের মা ইয়াতিকে (৪৯) নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে ১৮ বছর বয়সী এক কিশোরী। অভিযুক্তের নাম এনআর। তাকে ঘটনাস্থল থেকে আটক করেছে স্থানীয় পুলিশ।
ঘটনাটি ঘটে বেংকুলুর লুবুক লিঙ্গাও অঞ্চলে। স্থানীয় সময় দুপুরে ইয়াতি যখন নামাজে মগ্ন ছিলেন, তখনই এনআর হঠাৎ করে একটি হামানদিস্তা ও ধারালো ছুরি নিয়ে তার ওপর আক্রমণ চালায়। আঘাতে ইয়াতির মাথা ও শরীরে গভীর জখম হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ঘটনার পর, এনআর নিজেই পাশের এক বাড়িতে গিয়ে প্রতিবেশীদের জানান, "আমি আমার মাকে মেরে ফেলেছি।" প্রথমে কথাটি বিশ্বাস করতে না পারলেও প্রতিবেশীরা দ্রুত তার বাড়িতে ছুটে যান। সেখানে তারা রক্তাক্ত অবস্থায় ইয়াতির নিথর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।
গাদিং সেম্পাকা পুলিশ স্টেশনের অপরাধ তদন্ত ইউনিটের প্রধান পরিদর্শক পুত্রা আগুং বলেন, “ঘটনার সঙ্গে সঙ্গে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভায়াঙ্গকারা হাসপাতালে পাঠিয়েছি এবং অভিযুক্ত কিশোরীকে গ্রেপ্তার করেছি।”
পুলিশ জানিয়েছে, এনআর মানসিকভাবে অস্থির ছিল এবং মাত্র ক’দিন আগে, ৩০ জুলাই, তাকে বেংকুলুর সুপ্রাপতো মানসিক হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যার জেরেই এই বিভৎস হত্যাকাণ্ড ঘটিয়েছে সে।
বর্তমানে এনআরকে বেংকুলু পুলিশ সদর দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বয়স কম হলেও ঘটনাটির ভয়াবহতা বিবেচনায় তদন্তকারীরা দায়িত্বশীল আচরণ করার নির্দেশ দিয়েছেন। এদিকে ইয়াতির ছোট দুই সন্তানকে আপাতত প্রতিবেশীদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
স্থানীয়রা বলছেন, এই ঘটনা শুধু একটি পরিবারে শোকই নামিয়ে আনেনি, পুরো মহল্লাকে স্তব্ধ করে দিয়েছে। নামাজের সময় এমন ভয়াবহ হামলা এক অস্বাভাবিক ট্র্যাজেডি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News