ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 12:17 AM, 06 August 2025.
Digital Solutions Ltd

‘পুতিনকন্যা’ এলিজাভেটার ব্যক্তিগত পোস্টে উত্তেজনা, জীবন ধ্বংসের অভিযোগ

Publish : 12:17 AM, 06 August 2025.
‘পুতিনকন্যা’ এলিজাভেটার ব্যক্তিগত পোস্টে উত্তেজনা, জীবন ধ্বংসের অভিযোগ

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত কন্যা এলিজাভেটা ক্রিভোনোগিখের একটি ব্যক্তিগত টেলিগ্রাম পোস্ট সাম্প্রতিক দিনগুলোতে তোলপাড় সৃষ্টি করেছে। পোস্টে তিনি এমন এক ‘মানুষের’ কথা বলেছেন, যিনি তার জীবন ধ্বংস করেছেন এবং কোটি কোটি মানুষের জীবন নিয়েছেন। যদিও এলিজাভেটা সরাসরি কারো নাম বলেননি, তবে বিশ্বব্যাপী মিডিয়া মনে করছে তিনি পুতিনের ইঙ্গিত দিয়েছেন।

২২ বছর বয়সী এলিজাভেটা ক্রিভোনোগিখ দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবন নিয়ে পোস্ট করতেন। বিশেষ করে জেট সেট জীবন ও অভিজাত নাইটক্লাবের ছবি শেয়ার করতেন তিনি। তবে ২০২২ সালের রাশিয়া-ইউক্রেন উত্তেজনার সময় তার সোশ্যাল মিডিয়া একাউন্ট অদৃশ্য হয়ে যায়।

জার্মান সংবাদপত্র বিল্ডের কাছে পাওয়া এই পোস্টে এলিজাভেটা লিখেছেন, “বিশ্বের সামনে আবার মুখ দেখানো মুক্তির মতো। এটা আমাকে মনে করিয়ে দেয় আমি কে এবং কে আমার জীবন ধ্বংস করেছে।”

বিশ্লেষকদের মতে, এলিজাভেটার এই উক্তি যুদ্ধ, ক্ষমতা ও ব্যক্তিগত সম্পর্কের জটিলতা নিয়ে। তার বাবা হিসেবে বিবেচিত পুতিনের সাথে তার সম্পর্ক নিয়ে বহু গুজব ও কল্পনা চলছে।

২০০৩ সালে সেন্ট পিটার্সবার্গে জন্মগ্রহণ করা এলিজাভেটা কোটিপতি সভেতলানা ক্রিভোনোগিখের কন্যা। সভেতলানা নিজেও পুতিনের সাবেক পরিচারিকা ছিলেন এবং পরবর্তীতে এক সময় রাশিয়ার শীর্ষ কোটিপতির তালিকায় থাকেন।

২০২০ সালে এক স্বাধীন তদন্তমূলক রিপোর্টে এলিজাভেটাকে ‘গোপন কন্যা’ হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়া সভেতলানার সম্পদের উৎস ও তার সঙ্গে পুতিনের সম্পর্ক নিয়েও ব্যাপক আলোচনা হয়।

যদিও ক্রেমলিন বারবার এই খবরগুলোকে ভিত্তিহীন ও গুজব হিসেবে প্রত্যাখ্যান করেছে।

এ বছরের শুরুতে রুশ শিল্পী নাস্ত্য রোডিওনোভা দাবি করেন, এলিজাভেটা প্যারিসের দুটি আর্ট গ্যালারির ম্যানেজার, যা যুদ্ধবিরোধী প্রদর্শনীর জন্য পরিচিত। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, রোডিওনোভা এলিজাভেটার ছদ্মনাম।

২০২১ সালের এক সাক্ষাৎকারে এলিজাভেটা নিজের পুতিনের সাথে সাদৃশ্য নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি, তবে উল্লেখ করেছেন যে অনেক মানুষের একই রকম বৈশিষ্ট্য থাকতে পারে। তিনি নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে অত্যন্ত গোপনীয় এবং শিল্প ও ফ্যাশনে মনোযোগী।

এই বিতর্কিত পোস্ট এবং রহস্যময় জীবনযাত্রা নিয়ে বিশ্বব্যাপী কৌতূহল ও তত্ত্বাবধানে রয়েছে। তবে আসল ছবি কতটা সত্যি বা মিথ্যা, তা এখনও স্পষ্ট নয়।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১