ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৫ আগস্ট আলাস্কা অঙ্গরাজ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন।
শুক্রবার ট্রাম্প নিজে তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এই তথ্য জানিয়েছেন।
ট্রাম্প পোস্টে উল্লেখ করেছেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বহু প্রতীক্ষিত বৈঠক আগামী ১৫ আগস্ট আলাস্কায় অনুষ্ঠিত হবে।”
এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তির স্বার্থে দুটি দেশের মধ্যে কিছু অঞ্চল বিনিময় হতে পারে। তবে বিস্তারিত এসময় তিনি জানাননি।
রাশিয়ার ক্রেমলিনও ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ট্রাম্পের দেয়া সময় ও স্থান বেশ যুক্তিসঙ্গত।
ক্রেমলিন মুখপাত্র ইউরি উশাকভ টেলিগ্রামে জানিয়েছেন, “বৈঠকের মূল আলোচনার বিষয় হবে ইউক্রেন সংকটের দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সমাধান।”
তিনি আরও বলেন, “আমরা ট্রাম্পকে রাশিয়ায় বৈঠকের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হলেও এর সমাধানের জন্য গত তিন বছরে বিভিন্ন আন্তর্জাতিক প্রস্তাব ও বৈঠক হলেও কার্যকর কোনো সমাধান আসেনি। তবে তুরস্কের মধ্যস্থতায় শান্তি সংলাপ চলছে এবং যুদ্ধবন্দি বিনিময়সহ কিছু অগ্রগতি হয়েছে।
ট্রাম্প ও পুতিনের শেষ বৈঠক হয়েছিল ২০১৯ সালের জি২০ সম্মেলনে জাপানে। ২০২৪ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ট্রাম্পের এই হবে প্রথম সরাসরি বৈঠক।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News