ছবি সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের ফাঁদে পা দিয়ে গত দুই বছরে প্রায় ৯ কোটি টাকা হারিয়েছেন এক বৃদ্ধ। যৌনতার প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে এক প্রতারক চক্র তার কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এর খবরে জানা যায়, ঘটনার সূত্রপাত ২০২৩ সালে, যখন শার্ভি নামে এক মহিলা ওই বৃদ্ধকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। কথাবার্তা বাড়তে থাকে এবং ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। শার্ভি জানান, তিনি স্বামীর সঙ্গে থাকেন না এবং সন্তানদের নিয়ে আলাদা থাকেন।
এরপর শার্ভি সন্তানদের অসুস্থতার কথা বলে বৃদ্ধের কাছ থেকে টাকা চাইতে শুরু করেন। কয়েকদিনের মধ্যেই কবিতা নামে আরেক নারী হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ করেন। নিজেকে শার্ভির পরিচিত বলে দাবি করে কবিতা নানা অশ্লীল ছবি পাঠাতে থাকেন এবং টাকা দাবি করেন।
তাঁর সঙ্গে আরও দুই মহিলার কথাবার্তাও শুরু হয়। অভিযোগ, তারা যৌন প্রলোভন ও নানা অজুহাতে ওই বৃদ্ধের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।
অবশেষে ওই বৃদ্ধ গত জুলাই মাসে পুলিশের কাছে যান। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই প্রতারণা চক্রের পেছনে মূলত একজনই রয়েছেন, যিনি বিভিন্ন নামে ওই বৃদ্ধের সঙ্গে যোগাযোগ করে টাকা হাতিয়ে নিতেন।
এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তদন্ত চলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News