ছবি সংগৃহীত
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান নিশ্চিত করেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, প্রধান উপদেষ্টা ছাত্রদের দল গঠনের জন্য যথেষ্ট সময় দিয়েছেন। তবে একেরপর এক বিতর্ক উপদেষ্টাদের বিব্রত করেছে। “প্রধান উপদেষ্টাসহ কেউ আর দায়িত্ব নিতে চান না। ঐক্যমতের ভিত্তিতে সংস্কার ও বিচারের একটি গতিপথ তৈরি করে নির্বাচন আয়োজন করা হবে। এ বয়সে তাদের কারও বেইজ্জতি হওয়ার কোনো ইচ্ছে নেই,” তিনি বলেন।
রাশেদ আরও বলেন, “প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্পন্ন হবে। কেউ জটিলতা তৈরি করতে চাইলে তা ব্যর্থ হবে। ষড়যন্ত্র হলেও, প্রয়োজনীয় সংস্কার শেষে ভোট গ্রহণ হবে। এটা ড. মুহাম্মদ ইউনূসের ওয়াদা।”
তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, অযথা সময় নষ্ট না করে গ্রামগঞ্জে গিয়ে জনগণের কাছে দলের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরতে হবে। নির্বাচনের বাধা সৃষ্টি করা বা ষড়যন্ত্রে সময় নষ্ট করা দলের ক্ষতি করবে। “সবচেয়ে উপকৃত হবেন যারা মানুষের কাছে তৃণমূল পর্যায়ে পৌঁছে তাঁদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবেন,” রাশেদ খান উল্লেখ করেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News