ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 01:47 AM, 13 August 2025.
Digital Solutions Ltd

দক্ষিণ ইউরোপে দাবানল ও তাপদাহ, হাজার হাজার মানুষ ঘরছাড়া

Publish : 01:47 AM, 13 August 2025.
দক্ষিণ ইউরোপে দাবানল ও তাপদাহ, হাজার হাজার মানুষ ঘরছাড়া

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে দাবানল ও তীব্র তাপদাহে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও বলকান অঞ্চলের বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইতালি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছানোর প্রেক্ষিতে ‘রেড হিট অ্যালার্ট’ জারি করা হয়েছে। স্পেনে সেভিয়া ও কর্ডোভার তাপমাত্রা ৪৪ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে।

মাদ্রিদের কাছে ত্রেস কান্তোসে প্রবল বাতাসে ছড়িয়ে পড়া আগুনে এক অশ্বকেন্দ্রের কর্মী মারাত্মকভাবে পুড়ে মারা যান। প্রায় চার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, এবং শতাধিক স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। আন্দালুসিয়ার তারিফা শহরে আরও দুই হাজার মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

পর্তুগালে দেশের মধ্যাঞ্চল ত্রানকোসোর কাছে তিনটি বড় দাবানলের মধ্যে সবচেয়ে ভয়াবহটি মঙ্গলবার নিয়ন্ত্রণে আসে। সেখানে ১৩০০ দমকলকর্মী ও ১৪টি বিমান আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে।

ইতালিতে সোমবার এক শিশুর মৃত্যু হয় হিটস্ট্রোকে। দেশটির রোম, মিলান ও ফ্লোরেন্স-সহ অন্তত ১০টি শহরে রেড হিট অ্যালার্ট জারি করা হয়েছে। ফ্রান্সে তিন-চতুর্থাংশ এলাকায় হিট অ্যালার্ট কার্যকর, প্যারিসে তাপমাত্রা ৩৬ ডিগ্রি ও রোন উপত্যকায় ৪০ ডিগ্রি ছাড়াতে পারে।

গ্রিসে প্রবল বাতাসের কারণে ১৫০টিরও বেশি দাবানল চলছে। পাঁচ হাজার দমকলকর্মী ও ডজনখানেক বিমান আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। উপকূলীয় এলাকা “অপরিবর্তনীয়ভাবে ক্ষতিগ্রস্ত” হয়েছে। খিওস দ্বীপে সৈকতগামীদের নৌকায় উদ্ধার করা হচ্ছে।

তুরস্কের চানাক্কালে ও ইজমিরে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পডগরিকার কাছে মন্টেনেগ্রোতে পানিবাহী ট্যাঙ্কার উল্টে গিয়ে এক সেনা নিহত হয়েছেন।

যুক্তরাজ্যে চতুর্থ দফা তাপদাহে তাপমাত্রা ৩৩ ডিগ্রি ছাড়িয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলের গ্রীষ্ম আরও গরম ও শুষ্ক হয়ে দীর্ঘ ও তীব্র দাবানলের মৌসুম তৈরি করছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১